কুমিল্লা মুরাদনগরে মাদক সেবন করে মাতলামি করার অভিযোগে ২ জনকে মোবাইল কোটে সাজা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন। গত ৩১/০৫/২০২৪ রাত ৯.৩০, ঘটিকার সময় মুরাদনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর সঙ্গীয় এসআই-রাজীব চন্দ্র সরকারসহ একদল পুলিশের যৌথ অভিযানে মুরাদনগর থানাধীন সদর ইউনিয়নের মুরাদনগর (উত্তর পাড়া) আনোয়ারা বেগমের বসত ঘরের ভিতরে অ্যামফিটামিন সেবন করে নেশাগ্রস্ত হয়ে মাতলামি করার অপরাধে ২ জন কে আটক করে মোবাইল কোটে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/-টাকা জরিমানা প্রদান করেন। সাজা প্রাপ্তরা হলেন মুরাদনগর উত্তর পাড়া গ্রামের -মৃত মিজানুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর ও একই গ্রামের দুলাল মিঞার ছেলে মোঃ ইব্রাহিম। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন আমরা বাড়ীর ভিতরে মাদক সেবন করে মাতলামি করার অভিযোগে ২ জনকে মোবাইল কোটে ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫)। অদ্য ০১/০৬/২০২৪ খ্রিঃ যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে বর্ণিত আসামীদ্বয়কে কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।