কুমিল্লার মুরাদনগরে এক চাঞ্চল্যকর ঘটনায়, পুলিশ পরিচয়ে কয়েকজন দুর্বৃত্ত মাঝরাতে এক মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ছিনতাই করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মুরাদনগর থানার মূল গেইটের সামনে এই ফিল্মি স্টাইলের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হন সঞ্জিত চন্দ্র সরকার (৫২), যিনি পাহাড়পুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, মাছ ক্রয়ের জন্য নিয়ে যাওয়া নগদ ১ লক্ষ টাকা তার কাছে থেকে যায় এবং পরে তা ছিনতাই হয়। তার দাবি, ঘটনার পরদিন বুধবার দুপুর পর্যন্ত থানার কোন কর্মকর্তা তার লিখিত অভিযোগ গ্রহণ করেনি। অথচ থানার ওসি প্রভাষ চন্দ্র ধর দাবি করেন, এ বিষয়ে তার কোন জানা নেই এবং কেউ অভিযোগ নিয়ে আসেনি।
এই ঘটনা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের এই ধরনের ঘটনা জননিরাপত্তার প্রশ্ন তুলে ধরে। স্থানীয় প্রশাসনের কাছে জনগণের দাবি, এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক।