মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন ডা.নাছিমা আক্তার। বুধবার (৩১ মে ২০২৩ খ্রিঃ) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দিক পরিদর্শন করেন।
এসময় তিনি হাসপাতালের স্টোর,অন্তঃবিভাগ,ওটি,জরুরি বিভাগ,ফার্মেসিসহ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম তদারকি করেন।এছাড়াও হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে তদারকি করেন এবং রোগীদের সাথে হাসপাতালের সেবা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
এসময় সিভিল সার্জন হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীদের আরো দায়িত্বশীলভাবে কাজ করার পরামর্শ দেন।একইসাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং এই এলাকার সাধারণ রুগীদের অধিকতর সরকারি হাসপাতালমুখী করে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালে কর্মরত সকলের প্রতি আহবান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আমরিন হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মা রহমান,আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ভারপ্রাপ্ত ডা.কামরুল নাহার, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা.নাফিসা তাবাসসুম, জুনিয়র কনসালটেন্ট ডা. ইফতেখার হাবিব,জুনিয়র কনসালট্যান্ট গাইনী ডাঃ মাতোয়ারা শারমিন,সিনিয়র স্টাফ নার্স,উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মিডওয়াইফসহ সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।