কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের অধ্যাপক আবদুল মজিদ কলেজ তার ২৫ বছর পূর্তি উপলক্ষে এক রজতজয়ন্তী উৎসবের আয়োজন করে। শনিবার রাতে এই উৎসব সম্পন্ন হয়, যা দুপুরে কলেজ মাঠে এক উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছিল। এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়, এরপর জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মাহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপির প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমৃদ্ধ হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাঃ আবদুল মজিদ অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
বিশেষ অতিথিরা ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব মা. জয়নাল আবদীন, ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহাম্মদ হারুন অর রশীদ, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। কলেজের প্রাক্তন ছাত্র আহমেদ রেজা ও রাকিব হাসানের উপস্থাপনায় অনুষ্ঠান আরও জীবন্ত হয়ে ওঠে। উল্লেখ্য, ১৯৯৫ সালে শিক্ষার আলো জ্বালাতে ‘অধ্যাপক আবদুল মজিদ কলেজ’ প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ মা. আবদুল মজিদ, যা শুরু থেকেই মেধাবী শিক্ষার্থী তৈরি করে দেশের শিক্ষা ক্ষেত্রে নজর কাড়তে সক্ষম হয়েছে।