1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুবির প্রতিষ্ঠাবার্ষিকী: প্রশাসনের অনুষ্ঠানে অংশ নেয়নি ছাত্রলীগ ও সাংস্কৃতিক সংগঠনগুলো - দৈনিক কুমিল্লার ডাক
বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় অপরাধ দমনে অভিনব সাফল্য : কোতয়ালী মডেল থানার ওসি সহ চার কর্মকর্তা পুরস্কৃত যারা গত ১৫ বছরে এক কিলোমিটার রাস্তা বানাতে পারেনি, তারা কিভাবে ভোট চাইতে আসে – ইন্জিঃ রিপন কুমিল্লা জেলার ট্রাফিক পুলিশ টি এস আই আশীষ কুমারের অসামান্য সেবার জন্য পুরষ্কার প্রাপ্তি দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকান্ড: রান্নাঘরের আগুনে বাড়ীসহ বাজারের দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি আরিফুর রহমান দোলন – সাংবাদিকতা ও রাজনীতির মিশ্রণে এক অনন্য পথিক ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার স্ত্রী গ্রেফতার চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার-২ চৌদ্দগ্রামে যুবলীগ নেতা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার সেই প্রতারক মেশকাত চৌধুরী গ্রেফতার দেবীদ্বারে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী এখন ৮মাসের অন্তস্বত্বা, আইনের আশ্রয় নিলে হত্যার হুমকি

কুবির প্রতিষ্ঠাবার্ষিকী: প্রশাসনের অনুষ্ঠানে অংশ নেয়নি ছাত্রলীগ ও সাংস্কৃতিক সংগঠনগুলো

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৪৮২ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শোভাযাত্রা, কেক কাটা ও কবুতর উড়ানোর মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়নি শাখা ছাত্রলীগ ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের। এদিকে বিভিন্ন বিভাগের ব্যানারে অংশ নিয়েছে নামেমাত্র শিক্ষার্থী। এছাড়া শিক্ষার্থীদের অর্থায়নে অনুষ্ঠিত হতে যাওয়া সাংস্কৃতিক সন্ধ্যার অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দিবসটি উপলক্ষে শনিবার (২৮ মে) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনের নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে মুক্তমঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন, কবুতর উড়ানো ও কেক কাটা হয়।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপাচার্য ড. এ. এফ. এম. আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ও ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২২’ উদযাপন কমিটির আহ্বায়ক ড. দুলাল চন্দ্র নন্দী।
উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাজ হচ্ছে একাডেমিক ও গবেষণামূলক কাজ করা। অমুকের চামড়া তুলে নিবো আমরা এসবের পিছনে সময় নষ্ট না করে সময়টুকু কাজে লাগাতে হবে। আমাদের কাজ হবে কিভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের মান বাড়াতে পারি এবং বাংলাদেশ ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমি প্রথমদিন থেকে বলেছি এ বিশ্ববিদ্যালয় হবে উন্নমানেরর বিশ্ববিদ্যালয়। আমরা যেন দেশের মানসম্মত বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে যেতে পারি সে চেষ্টা করবো।
এদিকে অনুষ্ঠান বয়কট করেছেন দাবি করে প্রশাসনের অনুষ্ঠানে অংশ নেয়নি শাখার ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমন্ত্রণ না করায় অংশ নেয়নি সাংস্কৃতিক সংগঠনগুলো। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির জন্য গেলে প্রশাসন অনুমতি দেয়নি। এবিষয়ে কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি অনুমতি দিয়েছে। তারা যে বলছেন অনুমতি দেয়নি সেটা ভুল ব্যাখ্যা করছেন। উপাচার্য স্যারও বিষয়টি শুনে প্রশংসা করেছেন এবং অনুমতি চাইলে তিনিই লিখিত অনুমতি দিবেন বলে জানিয়েছেন।
এবিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি বলেন, প্রতিবারের মতো প্রশাসন আমাদের আমন্ত্রণ করেনি। ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য কাজ করে, শিক্ষার্থীদের সংগঠন। শিক্ষার্থীরা যেহেতু প্রশাসনের আয়োজিত অনুষ্ঠান অংশগ্রহণ করেনি তাই ছাত্রলীগও অংশ নেয়নি।
থিয়েটারের সভাপতি অর্ক গোস্বামী ও ব্যান্ড দল প্ল্যাটফর্মের ভোকাল ইমাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংস্কৃতিক সংগঠনগুলোকে আমন্ত্রণ দেয়নি। তাই সংগঠনের ব্যানারে অংশ নেয়ার সুযোগ নেই। নিজেদের উদ্যােগে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে তারা বলেন, আমরা প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপর সংগঠনের সদস্য। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রশাসন যেহেতু শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করছেনা তাই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। যা শিক্ষার্থীদের চাহিদা ছিল।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com