1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
ফেসবুকে কিছু সতর্কতার আহবান মা-বাবার প্রতি - দৈনিক কুমিল্লার ডাক
বুধবার, ১৫ মে ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় অপরাধ দমনে অভিনব সাফল্য : কোতয়ালী মডেল থানার ওসি সহ চার কর্মকর্তা পুরস্কৃত যারা গত ১৫ বছরে এক কিলোমিটার রাস্তা বানাতে পারেনি, তারা কিভাবে ভোট চাইতে আসে – ইন্জিঃ রিপন কুমিল্লা জেলার ট্রাফিক পুলিশ টি এস আই আশীষ কুমারের অসামান্য সেবার জন্য পুরষ্কার প্রাপ্তি দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকান্ড: রান্নাঘরের আগুনে বাড়ীসহ বাজারের দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি আরিফুর রহমান দোলন – সাংবাদিকতা ও রাজনীতির মিশ্রণে এক অনন্য পথিক ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার স্ত্রী গ্রেফতার চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার-২ চৌদ্দগ্রামে যুবলীগ নেতা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার সেই প্রতারক মেশকাত চৌধুরী গ্রেফতার দেবীদ্বারে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী এখন ৮মাসের অন্তস্বত্বা, আইনের আশ্রয় নিলে হত্যার হুমকি

ফেসবুকে কিছু সতর্কতার আহবান মা-বাবার প্রতি

শাহজালাল আল-নাগর :
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৩৬৪ Time View

১. আপনার সন্তান কে সব সময় নেট/ফেসবুক ব্যবহার করতে দিবেন না।
২. একাকী রুমে ব্যবহার করতে দিবেন না।
৩. কার সাথে চ্যাট ও কথা বলে খেয়াল রাখবেন।
৪. কোন অ্যাপস ব্যবহার করে খেয়াল রাখতে হবে।
৫. তার কল লিষ্ট চেক করতে হবে।
৬. নিয়মিত নামাজ পড়তে হবে ও না পড়লে শাসন করতে হবে।
৭. আজকাল ফেসবুকে অনেকে প্রতারনাও করতেছেন।
৮. ডিজিটাল এই সময়ে আমরা কত কিছু না কিছু করছি, এমন খারাপ কিছু আমরা করতাছি যা ভেবে চিন্তা করে করি না, আসুন আমাদের সন্তানদের সাথে সু সম্পর্ক গড়ে তুলি।
৯. অনেকে আছেন, কিছুদিন ফেইসবুকে পরিচয় হওয়ার পরে, সুন্দর সুন্দর কথা বলে ও বিভিন্ন ফাদে ফেলে নষ্টামি করে। প্রথম কিছু দিন মিষ্টি মিষ্টি চ্যাটিং ও কথোপকতন, তারপরেই শুরু হয় ভন্ডামি ও লুচ্চামি। অনেকে আবার ব্লাকমেইল করে। এ গুলোর দিকে সকল অভিভাবকগণকে সাবধানে থাকতে হবে ও খেয়াল রাখতে হবে।
১০. ফেসবুকে অপরিচিতদের সাথে কথা না বলাই উত্তম, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। কিছু ছেলে আছে মেয়ের নামে আইডি ও মেয়ে পেলেই হলো, তারপর আর হুস থাকে না ও যা হয় আর কি? যারাই অযথা কোন মেয়েকে বিরক্তি করে তারা কখনো সু সন্তান হতে পারে না।
১১. আবার অনেক মেয়েও আছে ছেলেদের অহেতুক ইনবক্স করা, কল করা, টাকা চেয়ে নেওয়া, এসব মোটেই ঠিক নহে। তাই বাবা মাকেই খবর রাখতে তার সন্তান কি করে?
১২. একজন মা হয়ে থাকে সবচেয়ে কাছের মানুষ, মা তার সন্তান কে দেখলেই বুঝতে পারে তার সন্তানের কি হয়েছে ও কি সমস্যা? একজন মা হিসেবে আপনার সন্তানের ব্যক্তিগত বিষয় গুলো কে খেয়াল রাখা খুবই জরুরী।
১৩. আপনার মেয়ে যেন কখনো তার ছবি পোস্ট না দেয় ও কোনো ছেলে কে না দেয়।
১৪. আপনার মেয়ে কে কখনো একাকী বাহিরে ঘুরতে পাঠাবেন না। উঠতি বয়সের মেয়েকে মাকে সব বিষয়ে বুঝাইতে হবে।
১৫. সন্তানদের কে পর্দা শিক্ষা দিন ও পর্দা করতেই হবে। পর্দার বিকল্প কিছু নাই।

ধন্যবাদ।
শাহজালাল আল-নাগর (সমাজকর্মী)
বিশেষ প্রতিবেদক, দৈনিক কুমিল্লার ডাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com