1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
বুড়িচং সীমান্তে চোরাচালান নিয়ে দু'গ্রুপের সংঘর্ষে আহত ৩ - দৈনিক কুমিল্লার ডাক
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
Title :
দেবীদ্বারে এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে অটো চালকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা কুমিল্লা মহানগরীর নবাববাড়ী চৌমুহনীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সম্মেলন অনুষ্ঠিত; শ্রীকান্ত সভাপতি- অপূর্ব সাধারন সম্পাদক চৌদ্দগ্রামে সবজি বোঝাই ট্রাক উল্টে চালক নিহত “কুমিল্লার হোমনায় ব্যবসায়ী হত্যা : আদালতের ঐতিহাসিক রায়ে ৭ জনের মৃত্যুদ- ও ৭ জনের যাবজ্জীবন” চৌদ্দগ্রামে বিদেশ প্রত্যাগত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে সেমিনার চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন

বুড়িচং সীমান্তে চোরাচালান নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩০৫৩ Time View

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে ভারতীয় সীমান্তের নগর এলাকায় চোরাকারবারিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শংকুচাইল বিজিবি’র ক্যাম্প কমান্ডার মোঃ শাহাজাহান।

 

গতকাল (২ এপ্রিল ২০২৪) মঙ্গলবার সকাল ৬ টায় ভারত-বাংলাদেশ সীমান্ত হায়দ্রাবাদ নগর এলাকায় পিলার ২০৬৩/০৮ এস সংলগ্নে এ ঘটনাটি ঘটেছে।

 

হায়দ্রাবাদ বিজিবি টহল কমান্ডার মোঃ ছাদেক মিয়া জানান,ভারত- বাংলাদেশ সীমান্ত হায়দ্রাবাদ নগর নমাক স্থানে ২০৬৩/০৮ পিলার সংলগ্ন এলাকায় ভারতীয় চিনি চোরাকারবারি রিমন ও বাংলাদেশের চিনি চোরাকারবারি তুইন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচোড়া এলাকার নোয়াব মিয়ার ছেলে কবির(১৮) এর হাতের আঙ্গুল কেটে যায় এবং কয়েকজন আহত হয়। ভোর আনুমানিক ৬টায় খবর পেয়ে বিজিবি টহল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারতীয় চিনি চোরাকারবারি রিমন(৩১) এর বাড়ি সিপাহীজলা জেলার কলমচৌড়া থানার নগর গ্রামের সুলতান মিয়ার ছেলে। অপর বাংলাদেশী চিনি চোরাকারবারি তুহিন(২৮) বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকার শিশুমিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানায়,দীর্ঘদিন ধরে ভারতের চোরাই কারবারিদের বাংলাদেশের চোরাকারবারিরা চোরাই পণ্য নামিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। রাত যত গভীর হয় ততই চোরাকারবারিদের সংখ্যা সীমান্তে বেড়ে যায়। সংঘর্ষের ঘটনার খবর শুনে বিজিবি’র টহল কমান্ডার হায়দ্রাবাদের মোঃ সাদেক সহ সঙ্গীয় ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রির্পোট লেখা পর্যন্ত পরিস্থিতি থমথমে বিরাজ করছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য গত দুবছর আগে রমজান মাসে নগর সীমান্তের এই এলাকায় তথ্য দেয়ার জন্য খবর দিয়ে নিয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম কে গুলি করে হত্যা করে মাদক কারবারিরা। এছাড়াও গত শনিবার রাতে একই উপজেলার শঙ্কুচাইল সীমান্তে আলাল খান নামে এক শ্রমিক বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হয়ে ঢামেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বুড়িচং সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে ভারতীয় পণ্য ও মাদকের চোরাচালান এবং মাদক কারবারিদের দৌরাত্ম বৃদ্ধিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ঘটনার আশংকা রয়েছে বলে জানান স্থানীয় সচেতন নাগরিকদের অনেকে।

#ছবি_সংগৃহিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com