ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ মার্চ) সকালে উত্তর প্রদেশের বারাণসীর একটি হোটেল থেকে এ অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ২৫ বছর। সিনেমা সংশ্লিষ্ট একজন বলেন, আকাঙ্ক্ষার নতুন সিনেমা ‘নায়ক’। আজ এ সিনেমার তার প্রথম দিনের শুটিং ছিল। বারাণসীতে সিনেমাটির শুটিং চলবে। আজ সকাল ৯টায় মেকআপ ম্যান অভিনেত্রীকে ডাকতে হোটেল রুমে যান এবং সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিনেতা সমর সিংয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন আকাঙ্ক্ষা। কিছুদিন আগে এ সম্পর্কের কথা স্বীকার করেন এই অভিনেত্রী। ১৯৯৭ সালে মির্জাপুরে জন্মগ্রহণ করেন আকাঙ্ক্ষা।