কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে তিনটি বেসরকারি হাসপাতালকে একলক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১২ জুলাই বুধবার বিকালে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গৌরীপুর বাজারের বেসরকারী হাসপাতাল গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযান কালে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের কারণে খিদমা হসপিটালকে বিশ হাজার,আয়েশা জেনারেল হাসপাতালকে পঞ্চাশ হাজার ও ইউনিটি হসপিটালকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানার আদেশ দেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান,এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান তাহার টিম নিয়ে সহযোগিতা করেন।