দাউদকান্দি উপজেলায় মহিউদ্দিন (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে মারধরের ঘটনায় জনসাধারণের ক্ষোভের মুখে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে ধারণকৃত ওই ভিডিও শুক্রবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠে।
গ্রেফতারকৃতরা হলো ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মোবারকপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে জিসান (২২) এবং টামটা গ্রামের আঃ সাত্তারের ছেলে আরিফ (২০)। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোমেল বড়ুয়া জানান, আহত মহিউদ্দিনের ভাই গিয়াস উদ্দিন দাউদকান্দি মডেল থানায় ৬ জন নামধারী এবং ১০/১২ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে এবং বাকি অপরাধীদের গ্রেফতারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।