কুমিল্লা রিজিওন দাউদকান্দি হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে পালিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী (সোমবার) দাউদকান্দি হাইওয়ে থানা, কুমিল্লা রিজিওন, কুমিল্লা কর্তৃক অফিসার ইনচার্জ দাউদকান্দি হাইওয়ে থানার সভাপতিত্বে ওপেন হাউজ ডে পালিত হয়।
উক্ত ওপেন হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, দাউদকান্দির ওয়ার্ড কমিশনার এবং কমিউনিটি পুলিশের সভাপতি রকিবুল ইসলাম, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাএবং গৌরীপুর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোছাম্মৎ সেলিনা আক্তার , নিরাপদসড়ক চাই আন্দোলনের সেক্রেটারি সাংবাদিক আলমগীর হোসেন,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ , বাস ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ ও চালক হেল্পার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত ওপেন হাউজ ডে তে হাইওয়ে পুলিশের সেবার মান বাড়ানো নিয়ে আলোচনা করা হয়। সকল শ্রেণী পেশার মানুষের কথা শোনা হয় এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।