1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুমিল্লায় অবৈধ সীসা তৈরির কারখানা গিলে খাচ্ছে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য হুমকির মুখে জনস্বাস্থ্য! - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
Title :
ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ দেবীদ্বারে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত “আনারসের জোয়ারে উত্তাল কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের বিজয়ের প্রত্যয়ে মুখরিত জনতা” চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর গোমতীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালকের চাপায় শিশু গুরুতর আহত

কুমিল্লায় অবৈধ সীসা তৈরির কারখানা গিলে খাচ্ছে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য হুমকির মুখে জনস্বাস্থ্য!

মাহফুজ বাবু :
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৮৯ Time View

 

কুমিল্লা বুড়িচং উপজেলার ঐতিহাসিক স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের লিলা ভূমি ময়নামতি রানীর বাংলোর অদুরে চানসার এলাকা। চারিদকে সবুজ ফসলের ক্ষেত, পুকুর, ডোবা ও নির্মল প্রকৃতিক পরিবেশ। এই পরিবেশ ও জীব বৈচিত্র্য এখন ভয়ংকর বিপর্যয়ের মুখে। আর এই বিপর্যয় ডেকে আনছে চোরাই ও পুরোনো ব্যাটারি পুড়িয়ে অবৈধ সিসা তৈরির কারখানা।

উচু টিনের বেড়ার বাইরে থেকে দেখার উপায় নেই কি চলছে ভেতরে। তালা দেয়া গেইটের বাইরে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। প্রাকৃতিক পরিবেশ, জীবজন্তু ও মানবদেহের ১২টা বাজিয়ে বিবেকহীন অর্থলোভীদের কারখানাটিতে রাতের আঁধারে পোড়ানো হয় চোরাই ও ভাঙ্গারী দরে কেনা পুরাতন ব্যাটারি। আর তা থেকে নির্গত এসিড ও রাসায়নিক পদার্থের বিষক্রিয়া পানি ও বাতাসের সঙ্গে মিশে ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। অবৈধ কারখানার ব্যাটারীর এসিড ও বিষাক্ত বর্জ্য পুকুর ডোবা ও বিলের পানিতে মিশে মাছসহ জলজ প্রানী বিলিন হচ্ছে প্রতিনিয়ত। এতে করে হুমকির মুখে পড়েছে এ এলাকায় বসবাসরত মানুষ, গাছ-পালা, পশু-পাখি ও জলজ প্রানী।
এলাকাবাসীর অভিযোগের সত্যতা মেলে, ময়নামতি অর্থনৈতিক জোন হিসেবে পরিচিত চানসারে গ্রামে গিয়ে। উন্মুক্ত পরিবেশে কোনো ধরনের কাগজপত্র ও অনুমোদন ছাড়াই গত দুমাস আগে গড়ে উঠে অবৈধ কারখানাটি। মাত্র দুমাসেই কারখানার আশেপাশে বেশকিছু ছোটবড় মরা গাছ শুকনো পাতা নিয়ে দাঁড়িয়ে আছে । আর সিসা তৈরির অবৈধ কারখানাটিতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছে শিশু কিশোরসহ শ্রমিকরা। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন সহ এলাকাবাসী জানায়, কারখানার বিষক্রিয়ায় বেশ কিছু পশুপাখি হাস মুরগীর মৃত্যু হয়েছে। কারখানার আশেপাশের পুকুর ও ডোবার মাছসহ জলজ প্রানী মারা যাচ্ছে। আশেপাশে ডোবা গুলোতে মাছ তো দুরের কথা পোকামাকড় ও নিশ্চিহ্ন হয়ে গেছে। সবুজ গাছপালা হঠাৎ করে শুকিয়ে মারা যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, মাত্র দুমাসেই এ অবস্থা হলে ভবিষ্যতে পরিনতি আরো ভয়াবহ হবে। এসব বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সদস্য তারেক হায়দার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লালন হায়দার কে বিভিন্ন মাধ্যমে অবগত করা হয়েছে। অবৈধ কারখানাটি বন্ধের দাবী এলাকাবাসীর।

গবেষক চিকিৎসকদের মতে, এটি জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ব্যাটারির বর্জ্য পুড়িয়ে সিসা তৈরি করলে তা আশপাশে থাকা মানুষের শরীরে পয়জনিং (রক্তকণিকা ও মস্তিষ্কের কোষ ক্ষতি করা) সৃষ্টি করে। এর ফলে চোখ জ্বালাপোড়া, শ্বাসকষ্ট, মানসিক বিকৃতি, রক্তশূন্যতা ও মস্তিষ্কের ক্ষতিসাধন হতে পারে।

  • এই কারখানায় দিনে ব্যাটারি থেকে ধাতব পদার্থ বের করে রাতে সেগুলো ছোট মাটির গর্তে ফেলে আগুনে গলিয়ে সীসার বার তৈরি করা হয়। পরে এই সীসা বড় বড় ব্যাটারি তৈরি ফেক্টরি ও চায়না কোম্পানির কাছে বিক্র করা হয়।
    অবৈধ কারাখানাটির মালিক কুমিল্লা নগরীর স্টেশন রোডের রবি পাওয়ার বাইক ও ব্যাটারি সার্ভিসের সত্ত্বাধিকারী রবিউল হোসেন, জমির মালিক থেকে ভাড়া নিয়ে কারখানাটি চালু করেছেন। কারখানার কোন প্রকার অনুমোদন নেই বলেও তিনি স্বীকার করেন। তবে তার দাবি তিনি একা নন, কুমিল্লার চান্দিনা সহ বিভিন্ন এলাকায় এমন আরো বহু কারখানা রয়েছে।
    সদ্য যোগদানকারী অস্থায়ী দায়িত্ব থাকা বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার জানান ছামিউল জানান, এসব কারখানা পরিবেশের ও মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অবৈধ কারখানার বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শওকত আরা কলি জানান, এ ফেক্টরিটা সম্পর্কে আমাদের জানা ছিলো না। এসব কারখানার কোন অনুমতি নেই বিষয়টি আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com