1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী বাসযাত্রী নিহত, আহত অন্তত ২৪ - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
Title :
ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ দেবীদ্বারে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত “আনারসের জোয়ারে উত্তাল কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের বিজয়ের প্রত্যয়ে মুখরিত জনতা” চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর গোমতীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালকের চাপায় শিশু গুরুতর আহত

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী বাসযাত্রী নিহত, আহত অন্তত ২৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩০২০ Time View

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শাহেদা বেগম (৫৫) নামে এক নারী বাসযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ২৪ জন। নিহত শাহেদা বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

মিয়াবাজার হাইওয়ে থানা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত তিন ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘মায়ের দোয়া পরিবহন’ (চট্ট-মেট্রো জ-১১- ১৭২৫) এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা হাবিবুল্লাহ কার্গো সার্ভিস নামে অপর একটি কার্ভাডভ্যান (ঢাকা-মেট্রো ট-২০-৫৪৫৩) এর পিছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত বাসের যাত্রী শাহেদা বেগমকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি সেখানে নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত আরো ২৪ জন নারী-পুরুষ যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম এবং চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। পরে আহতদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিনার হোসেন জানান, ‘মঙ্গলবার রাত তিনটায় সড়ক দুর্ঘটনায় আহত বাসযাত্রী ২৪ জনকে আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করি। তারমধ্যে গুরুতর আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরতর আহত যাত্রীরা হলেন সুরাইয়া (২৫), নাজিয়া (১৮), জেসমিন (২৪), সিয়াম (১৩), শান্তা (১৭), ইয়াছিন (৩৩), দিতি (১৮), আল-আমিন (২২) ও আলেয়া (২৬)।’

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, ‘দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও কার্ভাড ভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহাদা বেগমের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: মেহেদী হাসান জানান, ‘দুঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিয়ন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com