1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
নাঙ্গলকোটে বৃদ্ধকে মারধর; পরিবারকে প্রাণনাশের হুমকি - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
Title :
ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ দেবীদ্বারে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত “আনারসের জোয়ারে উত্তাল কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের বিজয়ের প্রত্যয়ে মুখরিত জনতা” চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর গোমতীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালকের চাপায় শিশু গুরুতর আহত

নাঙ্গলকোটে বৃদ্ধকে মারধর; পরিবারকে প্রাণনাশের হুমকি

জামাল উদ্দিন স্বপন:
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১১৩ Time View

পুকুরের ন্যায্য ভাগ বুঝে পাওয়ার বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধ আবদুর রহিম (৭৫)কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের আজিয়াপাড়া মুন্সি বাড়িতে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়িতে ২১ ডিসিমের একটি পুকুর রয়েছে। যার অর্ধেক ভাগিদার আবদুর রহিমও তার সন্তানেরা। কিন্তু প্রতিবেশী ছোলেমানের তিন সন্তান-যথাক্রমে-মো: ইব্রাহিম (৩৫), আল আমিন (২৫), আলাউদ্দিন (২২) দীর্ঘদিন জোর পূর্বক পুকুরটি ভোগ দখল করে আসছে। বৃদ্ধ আবদুর রহিম ও তার সন্তানদের কোন রুপ ব্যবহার ও ভোগ করার সুযোগ দিচ্ছে না। এমতাবস্থায়, গত ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল আনুমানিক ৯টার সময় কথাবার্তা বলার এক পর্যায়ে সোলেমানের তিন সন্তান এক জোট হয়ে বৃদ্ধ আবদুর রহিমকে বেধম মারধর করে। পরে এলাকাবাসী ও আবদুর রহিমের সন্তানেরা তাকে উদ্ধার করে রবিবার সকাল ১০টার দিকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য ১৮ সেপ্টেম্বর সোমবার রাতে নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ডা. সাইফুল ইসলামের তত্বাবধানে রয়েছেন তিনি। এদিকে নিউজটি করার সময় পর্যন্ত আবদুর রহিমের সন্তানদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে তারা।

এবিষয়ে জানতে চাইলে আবদুর রহিমের ছেলে মো: মহিনউদ্দিন (৪৩) জানান- আব্বার অবস্থা ভালো না। আমরা জিডি করেছি। প্রশাসনও সমাজপতিদের সঠিক বিচারের দিকে চেয়ে আছি।

নাঙ্গলকোট থানার এস আই সাইফুল জানান– বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিয়েছেন বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিগন। তারা উভয় পক্ষ ইউনিয়ন পরিষদের বিষয়টি মীমাংসা করবে মর্মে মেনে নিয়েছেন।’ সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ ভূইয়া জানান– আবদুর রহিম তো হাসপাতালে। তিনি সুস্থ হোক,সুস্থ হলে একটা তারিখ দিয়ে সামাজিকভাবে বসা হবে,সবাইকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দেয়া হবে। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ইকবাল বাহার মজুমদার জানান- আমরা দুটি পরিবারকে নিয়ে ইউনিয়ন পরিষদে বা গ্রামে সামাজিক ভাবে বসবো। সমাধান করে দিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com