1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের মোবাইল অ্যাপের কার্যক্রম শুরু - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
“সাংবাদিকতার মুখোশে অপকর্ম : সত্যের সন্ধানে অবিচল” কুমিল্লা গোমতী নদীর পাড়ে বেপরোয়া গতির মোটরসাইকেল : জনজীবনে আতংক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন নির্বাচনে দোহা-আতিক-শাহীন পরিষদ নির্বাচিত সাক্ষীর জেরে নির্দোষী কারাগারে : জনমনে ক্ষোভ কুমিল্লায় অপরাধ দমনে অভিনব সাফল্য : কোতয়ালী মডেল থানার ওসি সহ চার কর্মকর্তা পুরস্কৃত যারা গত ১৫ বছরে এক কিলোমিটার রাস্তা বানাতে পারেনি, তারা কিভাবে ভোট চাইতে আসে – ইন্জিঃ রিপন কুমিল্লা জেলার ট্রাফিক পুলিশ টি এস আই আশীষ কুমারের অসামান্য সেবার জন্য পুরষ্কার প্রাপ্তি দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকান্ড: রান্নাঘরের আগুনে বাড়ীসহ বাজারের দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি আরিফুর রহমান দোলন – সাংবাদিকতা ও রাজনীতির মিশ্রণে এক অনন্য পথিক ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার স্ত্রী গ্রেফতার

বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের মোবাইল অ্যাপের কার্যক্রম শুরু

আনিসুর রহমান খান :
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৩০৫ Time View

গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং স্বল্প সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করতে বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড মোবাইল অ্যাপের কার্যক্রম শুরু করেছে। পহেলা অগাস্ট থেকে বিডি ট্যাক্স অ্যাপ কার্যক্রম শুরু করেছে। করদাতারা চাইলে গুগল প্লে স্টোর থেকে বিডি ট্যাক্স অ্যাপ ডাউনলোড করে ঘরে বসেই নিরাপদে ও স্বল্পসময়ে সেবা গ্রহন করতে পারবে। বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড ব্যাবস্থাপনা পরিচালক মেজর মোহাম্মদ আলী (অবঃ) জানান, গ্রাহকরা থ্রি স্টেপ প্রসেসের মাধ্যমে তাদের বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের কাজটি সম্পন্ন করতে পারবেন। মোবাইল অ্যাপে লগইন করে খুব সহজে তাদের আয়কর রিটার্ন সম্পর্কিত ডকুমেন্ট আপলোডের মাধ্যমে বিডি ট্যাক্সে পাঠিয়ে দিবে, বিডি ট্যাক্সের এক্সপার্ট টীম ডকুমেন্ট অনুসারে আয়কর রিটার্ন প্রস্তুত করে গ্রাহকের নির্দিষ্ট কর সার্কেলে দাখিল করবে,আয়কর রিটার্নের প্রাপ্তিস্বীকারপত্র গ্রাহকের একাউন্টে আপলোড এবং কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। নতুন এই সার্ভিস সেবাটি বর্তমানে ঢাকা ও চট্রগ্রাম সিটির করদাতারা গ্রহন করতে পারবে। পর্যায়ক্রমে দেশের সকল বিভাগ ও জেলায় এ সেবা চালু করা হবে। প্রতিষ্ঠানটির সিইও জুলফিকার আলি তার মেধা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশের রাজস্য আহরণ তথা আয়কর রিটার্ন জমা দেয়ার পদ্ধতি সহজীকরণে কাজ করে যাচ্ছে। ২০১৫ সালে যাত্রা শুরু করা পতিষ্ঠানটি ইতিমধ্যে ৯ থেকে ১৮ অক্টোবর চীনে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক আইসিটি এ্যালায়েন্স অ্যাওয়ার্ড ২০১৮ অর্জন ও ফিন্যান্স অ্যান্ড একাউন্টিং সল্যুশন ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এছাড়াও দেশের আয়কর জমা দেওয়া প্রথম সফটওয়্যার কোম্পানি হিসেবে বেসিক ন্যাশনাল আইসিটি আওয়ার্ড-২০১৮,বাংলাদেশ স্টারটাপ অ্যাওয়ার্ড ২০১৭,ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০১৭,বেসিস অ্যাওয়ার্ড ২০১৫ অর্জনসহ বাংলাদেশের রাজস্ব খাতে ডিজিটালাইজেশনের এবং তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের হাত থেকে অ্যাওয়ার্ড পায় কোম্পানিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com