1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
মনোহরগঞ্জে বাড়িতে ঢুকে গ্রাম পুলিশের ছেলেকে পিটিয়ে আহত - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
Title :
ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ দেবীদ্বারে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত “আনারসের জোয়ারে উত্তাল কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের বিজয়ের প্রত্যয়ে মুখরিত জনতা” চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর গোমতীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালকের চাপায় শিশু গুরুতর আহত

মনোহরগঞ্জে বাড়িতে ঢুকে গ্রাম পুলিশের ছেলেকে পিটিয়ে আহত

মনোহরগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩১৪০ Time View

পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে গ্রাম পুলিশের ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগে আদালতে মামলা করেছেন গ্রাম পুলিশ শামছুল হক। মামলা সূত্রে জানা যায়, জসিম চোরাই সিএনজিসহ একাধিকবার পুলিশের হাতে ধরা পড়লে একই গ্রামের, গ্রাম পুলিশ শামছুল হককে দায়ী করে তাকে হুমকি দিতে থাকে। সম্প্রতি আবদুস সালামের ছেলে জসিম উদ্দীন, নুরুল ইসলাম ড্রাইভারের ছেলে সবুজ আহমেদ (নবী )সহ বাড়ির লোকজন শামছুল হকের বাড়ির লুতু নামে একজনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ তুলে বাড়ির চলাচলের পথে বাঁশ দিয়ে পথ আটকে দেয়। এনিয়ে দুই বাড়ির লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় মেম্বারের বেড়া সরিয়ে দেয়ার আশ্বাসে উত্তেজনা কমে আসে। স্থানীয় সূত্রে জানা যায় বেড়া দেয়ার একদিন পর মেম্বার এবং খাদুয়া বাড়ির জসিমের চাচা আবু জাহের এবং গ্রামের লোকজনের পরামর্শে খাদুয়াবাড়ির আলমগীর হোসেন, মসজিদ বাড়ির আলমগীরসহ কয়েকজন এসে লুতুর ঘরের তালা খুলে দেয়নি। পরে গ্রাম পুলিশ সামছুল হকের ছেলে দেলোয়ার হোসেন বাজার থেকে আসার সময় রাস্তা থেকে বেড়া সরিয়ে বাড়িতে গেলে খাদুয়াবাড়ির জসিম উদ্দীন, সবুজ আহমেদ (নবী)সহ লোকজন লাঠিসোটা নিয়ে জমিদার বাড়ির ভেতরে ঢুকে বেড়া কে সরিয়েছে বলে গালাগালি শুরু করে দেয়, তখন দেলোয়ার হোসেন ঘর থেকে বেরিয়ে এসে জসিম এবং নবী হোসেনকে বলে কাকা আমি বেড়া খুলেছি একথা বলার সাথে সাথে জসিম এবং নবী হোসেন দেলোয়ারকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে, দেলোয়ারের চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে আসলে জসিম ও নবী হোসেন পালিয়ে যায়। এনিয়ে দুই বাড়ির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এসময় ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের ৪ জন আহত হন। এনিয়ে উভয়পক্ষ আদালতে দুটি মামলা দায়ের করেছেন। এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান কামাল হোসেন বিকম বলেন চলাচলের পথে দেয়া বেড়া তুলে দেয়ার জন্য স্থানীয় মেম্বার শাহআলমকে বলা হলেও কিকারণে তিনি বেড়া তুলেননি আমাকে তিনি জানাননি। জমিদার বাড়ির লোকজন বলেন খাদুয়াবাড়ির লোকজন শিশু নির্যাতনের বিষয়টি আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক লুতুকে হাজির করার জন্য তার স্ত্রী ছেলেমেয়েকে চাপ সৃষ্টি করি এরপরও খাদুয়াবাড়ির লোকজন আমাদের পথে বাঁশ দিয়ে বেড়া দেয় এবং বাড়ির ভেতরে ঢুকে একজনকে পিটিয়ে আহত করে। এব্যাপারে শামছুল হক বলেন জসিম উদ্দিন চোরাই সিএনজিচালিত অটোরিকশা ক্রয় বিক্রয়সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। সে মোটরপার্টস ব্যবসার আড়ালে চোরাই সিএনজি ক্রয় বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গ্রামে একবার সিএনজিসহ ধরা পড়লে জরিমানা দিয়ে পার পেয়ে যায় সেজন্য আমাকে দায়ী করে দেখে নেয়ার হুমকি দেয়। এখন শিশু নির্যাতনের আড়ালে সে বাড়িতে ঢুকে আমার ছেলেকে পিটিয়ে আহত করে এবং আমার বিরুদ্ধে উল্টো মামলাসহ আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন লুতুকে নিয়ে মারামারির সূত্রপাত হলেও তারা লুতুর পরিবারের কাউকে আসামি করেনি কারণ লুৎফর রহমান লুতু জসীম উদ্দীন এবং নবী হোসেনের সম্পর্কে চাচা হয় তারা একই বংশের লোক। আমাদের পূর্বপুরুষরা লুতুর পূর্বপুরুষদের আমাদের বাড়িতে আশ্রয় দেয় সেথেকে তারা এ বাড়ির লোক হিসেবে পরিচিত। এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল বলেন কেউ অপরাধ করলে আইন তার বিচার করবে, একজনের অপরাধের জন্য পুরো বাড়ির লোকজনকে বেড়া দিয়ে জিম্মি করা বাড়িতে ঢুকে হামলা করা সেটাও অন্যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com