1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
আগামীকাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা - দৈনিক কুমিল্লার ডাক
শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
Title :
দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর গোমতীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালকের চাপায় শিশু গুরুতর আহত চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ চৌদ্দগ্রামে মর্মান্তিক বাস দুর্ঘটনা : নিহত ৫, আহত ১৫ আনারস মার্কায় ভোট দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে স্মার্ট ও আধুনিক রূপে গড়ে তোলার সুযোগ দিন-ইঞ্জি: রিপন কুমিল্লায় নির্বাচনী উত্তাপ : সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় চ্যালেঞ্জের মুখে বর্তমান চেয়ারম্যানরা চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ ট্রেন দূর্ঘটনা : স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, রেললাইন অবরোধ দেবীদ্বারে ভিসার আকামা নিয়ে বিরোধের জের; আনোয়ারাকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড দেবীদ্বার পৌরসভার মূল সড়কগুলো বন্ধ রেখে চলছে সড়ক উন্নয়ন কাজ; তীব্র তাপদাহে চলাচলে জনভোগান্তি

আগামীকাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক :
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩১৬৮ Time View

২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা বৃহস্পতিবার (১ জুন)। নতুন অর্থবছরের জন্য ৭৬১,৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের সঙ্গে জাতীয় নির্বাচনের মাস ছয়েক আগে বর্তমান আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট হতে যাচ্ছে এটি। এবারেরটি নিয়ে মুস্তফা কামাল সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করবেন।

এই বাজেট কোন শ্রেণির মানুষের জন্য হবে তা নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা। বাজেট না বুঝলেও সাধারণ মানুষ শুধু বুঝতে চায় দৈনন্দিন জিনিসপত্রের দাম কমেছে। কিন্তু দেশের বিশিষ্ট নাগরিকরা বাজেট নিয়ে বিভিন্ন ভাবে চিন্তা করেন। ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট যাতে সাধারণ মানুষের বাজেট হয় সেই কথাই বলছেন বিশিষ্ট নাগরিকরা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি মাথায় রেখে বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। এছাড়াও সর্বজনীন রেশনিং পদ্ধতি, বিদ্যুৎ জ্বালানির মূল্য যাতে না বৃদ্ধি পায় সেই বিষয়গুলোকে অগ্রাধিকারের তালিকায় রাখার পরামর্শ দিয়েছেন তারা।

অরাজনৈতিক নাগরিক সমাজের বেশ কয়েকজন বলছেন, ‘সাধারণ মানুষ চাল, তেল, ডালসহ নিত্যপণ্য এবং মাছ ও মাংস তাদের সাধ্যর মধ্যে দেখতে চায়। এটা আমরাও দেখতে চাই।’

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি যা কোনোভাবেই আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জীবন জীবিকা চালাতে মানুষ এখন হিমশিম খাচ্ছে। সবার আগে মানুষ মনে করে তার জীবন জীবিকা প্রধান। শিক্ষা, চিকিৎসা এবং জীবন চালানোই এখন সাধারণ নাগরিকদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই এই বাজেটে মানুষের দৃষ্টিভঙ্গি থাকবে নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে নামিয়ে আনা।’

নিত্যপণ্যের দাম কমানোর কথা উল্লেখ করে গোলাম রহমান বলেন, ‘বাজেটে এবার সাধারণ মানুষের দৃষ্টি থাকবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যের ওপর। পাশাপাশি শিক্ষা এবং চিকিৎসা খাতেও সাধারণ নাগরিকরা সাশ্রয়ী এবং সামর্থের মধ্যে ব্যয় নির্বাহ করতে চায়। যাতায়াত খরচ এবং জ্বালানি খাতের মূল্য যাতে না বৃদ্ধি পায় সেদিকে সাধারণ মানুষের দৃষ্টি থাকবে।’

অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের ওপর যেন ভ্যাট বা অন্য কোনো করারোপ না করা হয় সে বিষয়টা মাথায় রাখতে হবে। যদি করা হয় আমরা তা প্রত্যাহার করার আহ্বান করছি। বাজেটের এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত পণ্যমূল্য নিয়ন্ত্রণ।’

জ্বালানি খাতের অপচয় কমিয়ে আনার কথা উল্লেখ করে মহিউদ্দিন আহমেদ বলেন,‘ বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে অব্যবস্থাপনা, অপব্যয়, অপচয় এসব দূর করতে হবে। সে অনুযায়ী বাজেট করতে হবে। যেসব কারণে জ্বালানি খাত দেওলিয়া হচ্ছে, সেসব কারণ থেকে সরকার যেন সরে আসে। আমরা ভর্তুকির ক্ষেত্রে এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে বলি। আরেকটা বিষয় হলো কালা টাকা সাদা করা। আমরা এটার ঘোরবিরোধী। যাদের কালো টাকা আছে তারা অপরাধী। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘ধনী এবং দরিদ্রের মধ্যে যে বিশাল পার্থক্য সৃষ্টি হয়েছে সেটিকে কমিয়ে আনতে হবে। সাধারণ নাগরিকদের প্রত্যাশা থাকবে করমুক্ত আয়ের সর্বনিম্ন সীমা পাঁচ লক্ষ টাকা যাতে থাকে। সর্বজনীন রেশনিং পদ্ধতি এই বাজেটে চালু করা যায় কি না এবং এর মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা মনে করি।’

নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘দরিদ্র মানুষের যে হিস্যা এই বাজেটে তারা যেন সেটা পায়। সমাজে পিছিয়ে পড়া বঞ্চিত, নারী বা অন্যান্য যারা আছে তাদের বঞ্চনার অবসান হোক। এটা গতানুগতিক বাজেটের মাধ্যমে হবে না। বাজেটের কাঠামো বদলাতে হবে। ভিক্ষার মাধ্যমে নয়, সমাজের দরিদ্র মানুষ যেন নিজ পায়ে নিজে দাঁড়াতে পারে, নিজের ভাগ্য নিজে বদলাতে পারে তেমন বাজেট করতে হবে।’

সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘এখন বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে ভর্তুকি দেওয়া হচ্ছে এটা তো তেলের ওপর তেল দেওয়া। যে ভর্তুকি, স্বার্থান্বেষী মহলের জন্য তা বাদ দিয়ে সাধারণ মানুষের কল্যাণে যে ভর্তুকি সেটা দিতে হবে। আর কয়েক বছর ধরেই বাজেটে কালো টাকা সাদা করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি সেটা বন্ধ করতে হবে। এটা কাদের স্বার্থে করা হচ্ছে? তারা তো কঠিন অপরাধ করছে। অপরাধীদের শাস্তি না দিয়ে কেন তাদেরকে এই সুযোগ দেওয়া হবে। তাদের আইনের আওতায় আনা হোক আমরা সেটা চাই।’

সুজন সম্পাদক বলেন, ‘আমরা এই গতানুগতিক বাজেটের পরিবর্তন চাই। বাজেট সময়পোযোগী হওয়া দরকার। যেসব খাত আছে, দু-একটা খাত হয়তো বাদ দেওয়া হয় তাছাড়া এই গতানুগতিক বাজেটের মধ্য দিয়ে সাধারণত যা করা হয় স্বার্থন্বেষীদের স্বার্থই এবং সমাজে উচ্চবিত্তদের স্বার্থই সংরক্ষিত হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com