1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
স্কুলছাত্রীদের গালাগাল করে টিকটক, আটক ২ - দৈনিক কুমিল্লার ডাক
বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
Title :
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন নির্বাচনে দোহা-আতিক-শাহীন পরিষদ নির্বাচিত সাক্ষীর জেরে নির্দোষী কারাগারে : জনমনে ক্ষোভ কুমিল্লায় অপরাধ দমনে অভিনব সাফল্য : কোতয়ালী মডেল থানার ওসি সহ চার কর্মকর্তা পুরস্কৃত যারা গত ১৫ বছরে এক কিলোমিটার রাস্তা বানাতে পারেনি, তারা কিভাবে ভোট চাইতে আসে – ইন্জিঃ রিপন কুমিল্লা জেলার ট্রাফিক পুলিশ টি এস আই আশীষ কুমারের অসামান্য সেবার জন্য পুরষ্কার প্রাপ্তি দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকান্ড: রান্নাঘরের আগুনে বাড়ীসহ বাজারের দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি আরিফুর রহমান দোলন – সাংবাদিকতা ও রাজনীতির মিশ্রণে এক অনন্য পথিক ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার স্ত্রী গ্রেফতার চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার-২ চৌদ্দগ্রামে যুবলীগ নেতা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

স্কুলছাত্রীদের গালাগাল করে টিকটক, আটক ২

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩২৭৬ Time View

কুমিল্লায় স্কুলছাত্রীদের অশালীন ভাষায় গালাগালি করে টিকটক করায় আতিক ডন ও মো. হৃদয় নামের দুই বখাটেকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল অভিযান চালিয়ে মুরাদনগর উপজেলার গোমতা ও দাউদকান্দির ভিকতলা এলাকা থেকে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নের গোমতা গ্রামের প্রবাসী রবিউলের ছেলে আতিকুর রহমান (১৮), সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আতিক ডন’ নামে পরিচিত। অপরজন হলেন দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা গ্রামের মকবুল হোসেনের ছেলে মো. হৃদয় (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন চান্দিনা ও মুরাদনগরের পাশাপাশি এলাকা গোমতা ইসহাকিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের অশ্লীল ভাষায় গালাগালি করে ভিডিও ধারণ করে আতিক ডন ও তাঁর দল। গত বুধবার বিকেলে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ‘বুঝো নাই ব্যাপারটা’ নামে একটি ফেসবুক পেজ থেকে আতিক নামের এক বখাটে ১৯ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করার পর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

ওই ভিডিও ডাউনলোড করে ওই বখাটে আতিকসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করেন নেটিজেনরা।

কুমিল্লা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া বলেন, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশে গত দুই দিন চেষ্টার পর রোববার বিকেলে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চান্দিনা থানা–পুলিশও সহযোগিতা করে। যেহেতু ঘটনাটি মুরাদনগর থানাধীন, সেহেতু অভিযুক্তদের মুরাদনগর থানায় হস্তান্তর করে আমাদের দল।’

মুরাদনগর থানার ওসি মো. আজিজুল বারী বলেন, জেলা ডিবি পুলিশের মাধ্যমে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ওই বখাটেদের আটকের পর এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছেন। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com