1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু রোগীর মৃত্যুর অভিযোগ - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
Title :
ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ দেবীদ্বারে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত “আনারসের জোয়ারে উত্তাল কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের বিজয়ের প্রত্যয়ে মুখরিত জনতা” চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর গোমতীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালকের চাপায় শিশু গুরুতর আহত

পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু রোগীর মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩১৩৭ Time View

পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু রোগীর মৃত্যুর অভিযোগকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় সোহেল রানা (৪০) নামের এক ইলেকট্রনিক মিস্ত্রি ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গত ২৭ জুলাই সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত সোহেল রানা উপজেলার দর্পনারায়নপুর উত্তরপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে। উপজেলার দক্ষিন চান্দলা বাজারের পল্লী চিকিৎসক নাসির উদ্দীনের অপচিকিৎসায় সে মারা গেছে বলে অভিযোগ তোলেন তার স্বজনরা। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইলেকট্রিক মিস্ত্রি সোহেল রানা দুই সন্তানের জনক গত ১৫ জুলাই বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় তাকে কয়েকটি মশা কামড়ায়। ওইদিন বিকেলেই সোহেল রানার জ্বর ও শরীর ব্যথা শুরু হয়। চিকিৎসার জন্য সে উপজেলার দক্ষিন চান্দলা বাজারের ফেমাস ড্রাগ হাউজের মালিক কথিত পল্লী চিকিৎসক নাসির উদ্দীনের কাছে যায়। এ সময় কথিত পল্লী চিকিৎসক নাসির তার সমস্ত বিষয় শুনে তাকে এন্টিবায়োটিকসহ অন্যান্য ঔষধ এবং ব্যথানাশক ডাইক্লোফেনাক সাপোসিটার দিয়ে ব্যবস্থাপত্র প্রদান করেন। কয়েকদিন এসব ঔষধ গ্রহণের পর সোহেল রানার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকলে ওই কথিত পল্লী চিকিৎসক সোহেল রানাকে ওরাল এন্টিবায়োটিক বন্ধ করে দিয়ে সেফট্রিয়াক্সন ইনজেকশনের ব্যবস্থাপত্র প্রদান করেন। এই চিকিৎসা গ্রহণের পর সোহেল রানার শারীরিক পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে পল্লী চিকিৎসকের পরামর্শে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যায়। পল্লী চিকিৎসক তার প্রেসার না মেপেই কুমিল্লা পাঠিয়ে দেয় রোগীকে। সেখানে পৌঁছামাত্র তার প্রেসার শূন্য দেখতে পায় চিকিৎসক। কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে প্রেরণের নির্দেশ দেন। কিছু পরীক্ষানিরীক্ষা করার পর সোহেল রানার ডেঙ্গু শনাক্ত হয়। পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় সোহেল রানার কিডনি ও লিভার ড্যামেজ হয়ে গেছে বলেও জানান চিকিৎসকরা। পরে তার শারীরিক পরিস্থিতি আরও বেশি অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে গত ২৭ জুলাই সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ নিয়ে এলাকায় তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই পল্লী চিকিৎসক নাসির উদ্দীন এলাকার সহজসরল রোগীদের সাথে এভাবেই অপচিকিৎসা করে রোগীদের শারীরিক অসুস্থতা আরও বাড়িয়ে তুলছে বলেও অভিযোগ তোলেন এলাকাবাসী।

এ ব্যপারে ওই পল্লী চিকিৎসক নাসির উদ্দীন বলেন, ‘আমি প্রথমে বুঝতে পারিনি তার ডেঙ্গু জ্বর হয়েছে। পরে যখন বুঝতে পারি তখন তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা যাওয়ার পরামর্শ দিই।’

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাক্তার আবু হাসনাত মো: মহিউদ্দিন মুবিন বলেন, ‘কোনো পল্লী চিকিৎসকই রোগীকে এন্টিবায়োটিক দিতে পারবে না, এটা আইনগতভাবে মারাত্মক অপরাধ, আর ডেঙ্গু রোগীর চিকিৎসার তো প্রশ্ন-ই আসে না। অচিরেই কথিত এই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com