1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
নক আউটে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, ফ্রান্স-পোল্যান্ড - দৈনিক কুমিল্লার ডাক
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
“কুমিল্লার হোমনায় ব্যবসায়ী হত্যা : আদালতের ঐতিহাসিক রায়ে ৭ জনের মৃত্যুদ- ও ৭ জনের যাবজ্জীবন” চৌদ্দগ্রামে বিদেশ প্রত্যাগত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে সেমিনার চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ দেবীদ্বারে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত “আনারসের জোয়ারে উত্তাল কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের বিজয়ের প্রত্যয়ে মুখরিত জনতা”

নক আউটে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, ফ্রান্স-পোল্যান্ড

স্পোর্টস রিপোর্টার :
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩১১৪ Time View

সুযোগ ছিল সি গ্রুপের সব দলের সামনেই। দৌড়ে এগিয়ে গেছে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিপক্ষে নজরকাড়া ফুটবল উপহার দিয়ে লিওনেল মেসিরা জিতে নিয়েছেন বাজি। সৌদি আরবের বিপক্ষে হেরে যে দুঃস্বপ্নের শুরু হয়েছিল, টানা দুই জয়ে শেষপর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় গেছে আলবিসেলেস্তেরা, সঙ্গী গ্রুপ রানার্সআপ পোল্যান্ড।

বুধবার রাতে গ্রুপপর্বের শেষ রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা, জয় তুলেছে ২-০ ব্যবধানে। অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে মেক্সিকো, ২-১ গোলে। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে পড়ে সেরা ষোলোতে যাওয়া হয়নি মেক্সিকানদের।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নক আউটে ডি গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। সি গ্রুপের রানার্সআপ পোল্যান্ডের পয়েন্ট ৪, সেরা ষোলোয় খেলবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।

৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। পরেরদিন রাত ৯টায় ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড।

পোল্যান্ডের মতো সি গ্রুপে ৪ পয়েন্ট মেক্সিকোরও। তারা গোল পার্থক্যে পিছিয়ে তিনে থেকে আসর শেষ করল। সৌদি আরব ৩ পয়েন্ট নিয়ে শেষ করল তলানিতে থেকে।

দিনের প্রথম দুই খেলার একটিতে নেমেছিল সবার আগে নক আউটের টিকিট কেটে রাখা ফ্রান্স। গ্রুপপর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা-নিরীক্ষা করতে যেয়ে তিউনিশিয়ার বিপক্ষে অঘটনের শিকার হয়েছে দলটি। এডুকেশন সিটি স্টেডিয়ামে ১-০ গোলে হেরে বসে তারা। আরেক ম্যাচে ডেনমার্ককে হতাশায় ডুবিয়ে ১-০ গোলের জয়ে নক আউটে পা রেখেছে অস্ট্রেলিয়া।

ডি গ্রুপে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। সমান ৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ অস্ট্রেলিয়া। টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে তিউনিশিয়া, পয়েন্ট ৪। ডেনমার্ক ১ পয়েন্ট তুলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com