নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার সীমান্তবর্তী বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে চালানো অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। গ্রেফতার করা হয়েছে ৫৯ জন মাদক কারবারিকে এবং দায়ের করা হয়েছে ৪৬টি মামলা।
বুড়িচং উপজেলার আয়তন ১৬৩.৭৬ বর্গকিলোমিটার। এর পূর্বাংশ ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তঘেঁষা হওয়ায় মাদক চোরাচালানের জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ এলাকা। তবে পুলিশ বলছে, সীমান্তের এই চ্যালেঞ্জ মোকাবিলায় তারা এখন আরও প্রস্তুত ও সক্রিয়।
ওসি আজিজুল হক বলেন, আমি যোগদানের পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সকল অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে “টিম বুড়িচং”-এর প্রতিটি পুলিশ সদস্যকে কড়া হুশিয়ারি দেওয়া হয়। জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা প্রতিদিন মাঠে কাজ করছি।
তিন মাসের অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের তালিকা, : গাঁজা: ৪৭০ কেজি ১০০ গ্রাম, ইয়াবা : ১০,৭১৫ পিস, ফেনসিডিল: ২৯৯ বোতল, বিদেশি মদ: ৬ বোতল ।
ওসি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষক, সমাজপতি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তবে জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।
তিনি আরও বলেন, “আজকের এই কৃতিত্ব জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনা ও আমার থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল।