কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত পৌঁনে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানা পুলিশ।নআটককৃতরা হলো, কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমান এর ছেলে হযরত আলী (৩৮), একই গ্রামের শাহআলম মুন্সির ছেলে মো. হাসান (২২), চান্দিনা উপজেলার মহিচাইল বাগমারা গ্রামের মো. মোসলেম মিয়ার ছেলে রুহুল আমিন (৩৮), পরচঙ্গা গ্রামের মৃত আব্দুর রব এর ছেলে মো. কাউছার (৪০), ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের মো. লতিফ এর ছেলে মো. জহির (৪৩)। এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা, ১টি চেইন পিনিয়ামযুক্ত ধারালো অস্ত্র, ৩টি লোহার রড, একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. নোমান হোসেন ও উপ-পরিদর্শক (এস.আই) রাকিবুল ইসলাম সহ পুলিশের একটি টহল টিম মহাসড়কে নিয়মিত ডিউটি করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীরচর এলাকায় একটি সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতদল মহাসড়কের ডাকাতির প্রস্তুতি নেয়। ওই গোপন সংবাদে চান্দিনা থানার কয়েকজন অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালনোর সময় পুলিশ ৫জনকে আটক করে।চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. নোমান হোসেন জানান, তারা পেশাদার ডাকাত। জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে চান্দিনা, তিতাস, বরুড়া, কোতয়ালী, মুরাদনগরসহ বিভিন্ন থানায় সর্বনিম্ম ৬ ও সর্বোচ্চ ১৩টি মামলা রয়েছে। তাদের মধ্যে ডাকাত হযরত আলীর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক ও দ্রুত বিচারসহ অন্তত ৮টি মামলা রয়েছে। ডাকাত জহির এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরি, মাদক আইনে ১৩টি মামলা রয়েছে। ডাকাত মো. কাউসার এর বিরুদ্ধে একই ধারায় ৬টি মামলা রয়েছে। তাদেরকে আটক করার পর থানায় ডাকাতি প্রস্তুতি আইনে মামলা দায়ের করি।চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতি রোধ ও ডাকাতের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।