1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চোখ-মুখ বেধে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক ১ - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
Title :
দেবীদ্বারে বিএনপি’র কর্মীসম্মেলন রুপ নিল বিশাল জনসভায়! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন গ্রেফতার কুমিল্লা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ : উত্তেজনা ও বিজিবির টহল জোরদার সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার মুরাদনগরে হায়দার ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে খালেদা-সফিক ফাউন্ডেশন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ অস্ত্রধারী সন্ত্রাসী আটক ওসি পরিচয়ে ছাত্রদল নেতার চাঁদাবাজি : গণপিটুনি ও পরে বহিষ্কার সীমান্ত আইন লঙ্গন করে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগে উত্তেজনা বিএনপি’র প্রেস বিজ্ঞপ্তি : ভুয়া সংগঠনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান

চোখ-মুখ বেধে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩২৭০ Time View

কুমিল্লার চান্দিনায় মাদ্রাসা ছাত্রীকে চোখ-মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল কাদের সাব্বির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) সকালে মাদ্রাসা ছাত্রীর মা মাহিনুর বেগম বাদী হয়ে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ও সদস্যসহ ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় একজনকে আটক করে।
আটক আব্দুল কাদের সাব্বির কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের প্রবাসী মিজানুর রহমান এর ছেলে। সে পেশায় অটোরিক্সা চালক। ঘটনার সাথে অভিযুক্ত রুবেল ও ইউসুফ মহিচাইল ইউনিয়নের সদ্য ঘোষিত শ্রমিক লীগ কমিটির সভাপতি ও সদস্য।

জানা যায়, চান্দিনার মোহনপুর মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী গত শনিবার (৭ অক্টোবর) বিকেলে মায়ের কিস্তির টাকা দিয়ে সাব্বিরের অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে মহিচাইল সিংহবাড়ি অতিক্রম করার পর মহিচাইল গ্রামের রুবেল, ইউসুফ সহ ৩জন অটোরিক্সায় উঠে চোখ বেঁধে তুলাপুকুরিয়া এলাকায় নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে একটি ঘরে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে ধর্ষণ করে।

মাদ্রাসা ছাত্রী জানায়, আমার চোখ বাঁধা রাখায় কে বা কয়জন ধর্ষণ করেছে বলতে পারছি না। তবে শুরু থেকে তারা ৪জন ছিল। ধর্ষণের পর রাস্তায় নিয়ে আমার চোখ খুলে আমাকে ছেড়ে দেয়। পরবর্তীতে আমি বাড়িতে গিয়ে আমার পরিবারকে বিষয়টি জানাই।

এদিকে সোমবার সরেজমিন গিয়ে জানা যায়, শনিবার ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে এলাকার কিছু মাতাব্বর। এই ঘটনায় রবিবার (৮ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি সালিসও বসে। ওই সালিসে টাকার বিনিময়ে রফাদফা করতে চাইলে অস্বীকৃতি জানায় ভূক্তভোগীর পরিবার। পরদিন সোমবার থানায় লিখিত অভিযোগ দেয় ভূক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মা।

জাতীয় শ্রমিকলীগ চান্দিনা উপজেলা শাখা সভাপতি মো. মিজানুর রহমান জানান, গত শুক্রবার মহিচাইল ইউনিয়ন শ্রমিকলীগের আংশিক কমিটি ঘোষণা করার পর জানতে পারি ওই কমিটিতে বেশ কিছু ত্রুটি রয়েছে। পরদিন শনিবার ওই কমিটি স্থগিত করা হয়। তারা আমার কমিটির সদস্য না।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, সোমবার সকালে অভিযোগ পাওয়ার সাথে সাথে ভিকটিমকে সাথে নিয়ে অভিযান চালিয়ে সাব্বির নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com