1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুমিল্লার দেবিদ্বার রিপোর্টার্স ক্লাবের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আনন্দ ভ্রমণ-২০২৩ - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:১২ অপরাহ্ন
Title :
চৌদ্দগ্রামে গাঁজা সহ আটক ১, পিকআপ জব্দ দেবীদ্বারের শিবপুরে ভয়াবহ অগ্নিকান্ড মার্কেট ও বাড়ি পুড়ে ছাঁই কুমিল্লা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে “পানির ঘন্টা” চালু কুমিল্লা বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের দৌরাত্ম্যে জনদুর্ভোগ চরমে একজন সাংবাদিকের সংগ্রাম ও সাহসিকতা গল্প মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্তকরণে রফিক উল্লাহ আফসারীর উদ্যোগ ব্রাহ্মণপাড়ায় ৩৪ কেজি গাঁজা জব্দ প্রচন্ড গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন- কুমিল্লা মহানগর কৃষক লীগ চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এক্স-রে মেশিন কার্যক্রমের উদ্বোধন কৃষকদের নানাবিধ সুবিধা নিশ্চিতে আওয়ামী লীগ সরকার কাজ করছে : সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি

কুমিল্লার দেবিদ্বার রিপোর্টার্স ক্লাবের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আনন্দ ভ্রমণ-২০২৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩২১০ Time View

মোঃ বিল্লাল হোসেন,দেবীদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বার রিপোর্টার্স ক্লাব কর্তৃপক্ষরা দেবিদ্বার রিপোর্টার্স ক্লাবের ২য় বর্ষ তুর্কি উপলক্ষে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে।

শনিবার ১১ ই (মার্চ) ভোরে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস ( হাই এক্স) যোগে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়।

এক দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে রিপোর্টার্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা ২য় বর্ষ পূর্তিতে বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৩ এ অংশ নেন।

এরপর আনন্দময় প্রত্যুষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যটনে পৌঁছে আনন্দ ভ্রমণকারী দল।
পতেঙ্গা সৈকত দেবিদ্বার উপজেলা থেকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত প্রায় ১৯০ কি.মি. দক্ষিণে অবস্থিত। এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশ নৌবাহিনীর নৌ একাডেমী এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সন্নিকটে। রাতের বেলা এখানে নিরাপত্তা বেশ ভালো এবং রাস্তায় পর্যাপ্ত আলো থাকে। স্থানীয় লোকের মতে, এখানে সুস্বাদু ও মুখরোচক খাবার অত্যন্ত সস্তায় পাওয়া যায়। তেমনি একটি জনপ্রিয় খাবার হল,মসলাযুক্ত কাঁকড়া ভাজা, যা সসা ও পিঁয়াজের সালাদ সহকারে পরিবেশন করা হয়। সন্ধাকালে সৈকতে চমৎকার ঠাণ্ডা পরিবেশ বিরাজ করে এবং লকজন এখানকার মৃদু বাতাস উপভোগ করে। পুরা সৈকত জুড়ে সারিবদ্ধ পাম গাছ আছে। অসংখ্য মাছ ধরার নৌকা এখানে নোঙ্গর করা থাকে। এছাড়া পর্যটকদের জন্য স্পীডবোট পাওয়া যায়। অধিকাংশ পর্যটক পতেঙ্গা সৈকতে আসে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মনোরম দৃশ্য উপভোগ করার পরে চট্টগ্রাম বোর্ড ক্লাব, ফয়েজ লেক এবং চট্টগ্রামের চিড়িয়াখানার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়িয়েছেন এবং আনন্দ উল্লাস, মনোরম পরিবেশের সৌন্দর্য উপভোগ করেছেন রিপোর্টার্স ক্লাবের সদস্যরা ।

আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন, দেবিদ্বার রিপোর্টার ক্লাবের উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ ও আব্দুল আওয়াল সরকার, সভাপতি জহিরুল ইসলাম মারুফ, সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. জালাল আহম্মেদ,যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মোঃ আবদুল জলিল, প্রচার সম্পাদক মোঃ.শাহ শাহিদ (সবুর). সদস্য কাজী মাহাবুবুর রহমান,মো. মিজানুর রহমান,মো. বিল্লাল হোসেন,মো. ময়নাল হোসেন, মো. শাকিল আহম্মেদ।
এছাড়া দেবিদ্বার রিপোর্টার্স ক্লাবের সভাপতি জহিরুল ইসলামের আমন্ত্রণে আনন্দ ভ্রমণে যুক্ত হন চট্টগ্রামের স্থানীয় সাংবাদিক দৈনিক একুশের বানী পত্রিকার স্টাফ রিপোর্টার হেলাল উদ্দিন, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,দৈনিক শাহ আমানত পত্রিকার ক্রাইম রিপোর্টার জহিরুল ইসলাম বাবলু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com