1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
দাউদকান্দিতে মেজর মোহাম্মদ আলীর দক্ষ নেতৃত্বে অবরোধের প্রভাব মুক্ত - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ দেবীদ্বারে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত “আনারসের জোয়ারে উত্তাল কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের বিজয়ের প্রত্যয়ে মুখরিত জনতা” চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর গোমতীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালকের চাপায় শিশু গুরুতর আহত

দাউদকান্দিতে মেজর মোহাম্মদ আলীর দক্ষ নেতৃত্বে অবরোধের প্রভাব মুক্ত

আনিছুর রহমান খান :
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩১৩৯ Time View

কুমিল্লা জেলার দাউদকান্দিতে হরতালের পর নতুন কর্মসূচি হিসেবে বিএনপির ডাকা তিনদিনের অবরোধের ২য় দিন শেষ হল আজ বুধবার (০১ নভেম্বর ২০২৩)। গত মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশজুড়ে টানা তিনদিনের ‘সর্বাত্মক অবরোধ’ ডাকে সরকার হটানোর এক দফা আন্দোলনে থাকা বিএনপি।

কিন্তু এরমধ্যে ব্যতিক্রম বাংলাদেশের লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের প্রবেশদ্বারখ্যাত দাউদকান্দি উপজেলা।

 

বিএনপি’র হরতাল ও অবরোধ ডাকার পর থেকে দাউদকান্দি উপজেলার সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সকাল-সন্ধ্যা রাজপথে আছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।  এ কারণে দাউদকান্দিতে অবরোধের কোনো প্রভাব দেখা যায়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৭ কিলোমিটার পড়েছে দাউদকান্দি উপজেলায়। মহাসড়াের এ অংশে গত দুইদিন বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি, পালিত হয়নি কোনো কর্মসূচি।

 

এ অঞ্চলের ৭টি উপজেলার ব্যবসা-বাণিজ্যের আঞ্চলিক রাজধানী খ্যাত গৌরীপুর বাজারের সকল দোকানপাট ও প্রতিষ্ঠান যথারীতি খোলা ছিল। দাউদকান্দি অন্যান্য বাজার, বাসস্টেশন ও সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের কার্যক্রমও স্বাভাবিক ছিল।

 

এরআগে ২৯ অক্টোবর ২০২৩, বিএনপির ডাকা হরতালে দাউদকান্দি উপজেলাকে “হরতাল মুক্ত” ঘোষণা করেন মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন।

হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ পরবর্তী বক্তব্যে তিনি বলেন, দাউদকান্দি উপজেলার মানুষ শান্তিপ্রিয়। আমি দাউদকান্দি উপজেলার জনগণের সেবক হিসেবে বলতে চাই, দাউদকান্দি উপজেলাকে হরতাল মুক্ত ঘোষণা করা হলো। দাউদকান্দিতে সকল স্কুল-কলেজ -মাদ্রাসা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।

 

এসময় মেজর মোহাম্মদ আলী আরও বলেন, দাউদকান্দিবাসীর উদ্দেশে বলতে চাই, আমরা দাউদকান্দির মানুষ শান্তি চাই। আমরা কোনো জ্বালাও-পোড়ার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। প্রিয় দাউদকান্দিবাসী, আপনারা সবকিছু খোলা রাখবেন। আমরা আপনাদেরকে নিরাপত্তা দেবো ইনশাল্লাহ। এই দাউদকান্দিতে কেউ যদি সন্ত্রাসী কার‌্যক্রম করে, কেউ যদি আগুন-সন্ত্রাস করে, তাকে আমরা একবিন্দু ছাড় দেব না।

 

দাউদকান্দি উপজেলা হরতাল ও অবরোধের প্রভাব মুক্ত থাকায় খুশি স্থানীয় সাধারণ জনগণ। মেজর মোহাম্মদ আলী (অব.)-এর দক্ষ নেতৃত্ব ও উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীদের রাজপথে শান্তিপূর্ণ সরব উপস্থিতির কারণে এ অঞ্চল হরতাল-অবরোধের প্রভাব মুক্ত রয়েছে বলে মনে করছেন দলের নেতাকর্মী ও কর্মজীবী সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com