1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
দেবীদ্বারের শিবপুরে ভয়াবহ অগ্নিকান্ড মার্কেট ও বাড়ি পুড়ে ছাঁই - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
আনারস প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের পথে কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের প্রতিশ্রুতি পুলিশ পরিচয়ে ছিনতাই-কোতয়ালি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তদের গ্রেফতার কুমিল্লায় বাবাকে হত্যা : কিশোর গ্যাংয়ের বেপরোয়া আচরণের ভয়াবহ পরিণতি চৌদ্দগ্রামে যুবলীগ সভাপতি হত্যা: নয়জনের মৃত্যুদণ্ড, নয়জনের যাবজ্জীবন কৃষ্ণচূড়ার সাজে নবরূপে সেজেছে চৌদ্দগ্রামের প্রকৃতি চৌদ্দগ্রামে জামাল হত্যা মামলার রায়ে ৯ জনের মৃত্যুদন্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা লালমাই পাহাড়ের বিপন্নতা : অবৈধ মাটি কাটা ও প্রাণীকূলের সংকট আমি নির্বাচিত হলে সদর দক্ষিণ উপজেলার সকল প্রকার চাঁদাবাজী ও টেন্ডারবাজী বন্ধ করবো : ইন্জিঃ রিপন চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

দেবীদ্বারের শিবপুরে ভয়াবহ অগ্নিকান্ড মার্কেট ও বাড়ি পুড়ে ছাঁই

মোঃ বিল্লাল হোসেন:
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩০২৯ Time View

কুমিল্লার দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মার্কেটের ৫টি দোকানসহ একটি বাড়ি পুড়ে ছাঁই হয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ২৭ এক্রিল শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের শিবপুর নিউমার্কেটে।
স্থানীয় কামরুল হাসান ও ফারুক মিয়া জানান, রাত সাড়ে ৮টায় মো. জাকির হোসেনের প্লাষ্টিক এন্ড কোকারিজের থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে মো. জাকির হোসেনের প্লাষ্টিক এন্ড কোকারিজের দোকান, মাসুমের ‘মা-মনি’ টেলিকম, সাদ্দাম হোসেনের সিমেন্ট ও টিনের দোকান, সেনিটারী দোকানসহ ৫টি দোকান এবং মৃত: সেলিম মিয়ার ৯ কক্ষ বিশিষ্ট টিনসেট একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, ৫ লক্ষাধিক নগদ টাকা, অন্যান্য মালামাল ও আসবাব সামগ্রীসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান। মুরাদনগর থেকে ফায়ার সাভিসের লোকজন আসার পূর্বেই গ্রামবাসী দু’টি সেলু মেসিন দিয়ে পানি তুলে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
ভোক্তভুগী শীবপুর গ্রামের মৃত: সেলিম মিয়ার পুত্র পরমতলা সোনালী ব্যাংক লিঃ’র সিনিয়র কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন জানান, গত ৫দিন পূর্বে কালবৈশাখী ঘূর্ণীঝরের তান্ডবে তার বাড়ি ও মার্কেটের চালা উড়িয়ে নিয়ে ব্যাপক ক্ষতির সম্মূখীন হন। প্রায় পৌনে ৩ লক্ষ টাকা খরচ করে বাড়ি মেরামত করে গতকাল শনিবার (২৭ এপ্রিল) স্বজনদের নিয়ে ঘরে উঠার কয়েক ঘন্টার মধ্যে আগুনের লেলিহানশিখা তাকে আবারো সর্বশান্ত করে দিয়ে যায়।

এ ব্যপারে মুরাদনগর ফায়ার সাভিসের ষ্ট্যাশন মাষ্টার মো. শাহ আলম জানান, মহেশপুর নিউমার্কেটের অগ্নিকান্ডটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত ঘটে। যেহেতু অগ্নিকান্ডের ঘটনাটি মার্কেট এবং বাড়িতে ঘটেছে, তদন্ত ছাড়া বলা ক্ষয় ক্ষতির পরিমান বলা যাবেনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com