1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
প্রিয় মা - দৈনিক কুমিল্লার ডাক
শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় এক জাহাঙ্গীরে সর্বশান্ত বহু পরিবার কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন চৌদ্দগ্রামে মধ্যম চাঁন্দিশকরা দো-তলা মসজিদের মুয়াজ্জিনকে বিদায়ী সংবর্ধনা চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় নারী সহ একই পরিবারের চারজন আহত, থানায় অভিযোগ প্রিপেইড মিটারে অস্বাভাবিক বিলের অভিযোগ : গ্রাহকদের ক্ষোভ মনোহরগঞ্জের ভোটের বাতাসে মান্নান চৌধুরীর ঘোড়া প্রতীকের জয়রথ! কুবি প্রশাসনের বাস ব্যবস্থা, শিক্ষার্থীরা বেছে নিলেন ট্যুরের পথ! কুমিল্লায় বজ্রপাতে চার জনের প্রাণহানি দেবীদ্বারে বজ্রপাতে কৃষক নিহত কুমিল্লায় ডায়াবেটিসের ঝুঁকি ও প্রয়োজনীয় ব্যবস্থা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রিয় মা

গোলাপ মাহমুদ সৌরভ :
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩১৮৮ Time View

প্রিয় মা….
শুরুতেই তোমার প্রতি আমার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। মহান আল্লাহর কাছে তোমার সুস্থতা ও মঙ্গল কামনা করি। জানো মা, শত ব্যস্ততার মাঝেও তোমার প্রিয় মুখখানি ভেসে ওঠে, আর মনে পড়ে তোমার আদর মাখা শৈশবের স্মৃতি গুলো। আজও মা তোমার আদর স্নেহ ভালোবাসা এবং একজন ভালো মানুষ গড়ে ওঠার জন্য যে শাসন করতে তা আজ আমায় অনুপ্রেরণা যোগায়, প্রতিটা মুহূর্তেই তোমার আদেশ নিষেধ গুলো মেনে চলাফেরা করি। জানো মা আবার ইচ্ছে করে যদি সেই শিশুকাল ফিরে পেতাম, তাহলে তোমার আঁচল ধরে তুমি যেথায় যেতে আমি সেথায় যেতাম, হাজারো বায়না ধরতাম। কখনো দু’টাকার জন্য তোমার আঁচল ধরে কান্না করতাম, কখনো হাঁটতে পারিনা বলে তোমার কোলে উঠার বান করতাম। তোমার একটু চোখের আড়াল হলেই তুমি খোকা বলে পাগলের মতো পুরো গ্রামে খুঁজাখুঁজি করতে আর যাকে তাঁকে আমার খোকা কে দেখেছো বলে জিজ্ঞেস করতে। কখনো পুকুরে গোসল করতে গেলে অধিক ডুব দেওয়ার কারণে লাঠি নিয়ে তেড়ে আসতে শাসন করার জন্য আমি অন্য ঘাট দিয়ে দৌড়ে পালিয়ে যেতাম। কখনো প্রচন্ড রোদে সবুজের মাঠে। আজ মা তোমার আদর স্নেহ ভালোবাসা এবং শাসন কোনোটাই পাইনা। আজ বিশ্ব মা দিবস সত্যিই মা তোমার তুলনায় তুমি অতুলনীয়। জানো মা, কোন কিছুর সাথে তোমাকে সংজ্ঞায়িত করতে পারিনা তুমি একজন সন্তানের কাছে আদর্শবানময়সী নারী ও সর্বোচ্চ সম্মানের অধিকারিনী এবং শ্রেষ্ঠ উপমা।জানো মা এই প্রবাসে টাকা পয়সা সবই পাই শুধু তোমার আদর স্নেহ ভালোবাসা এবং তোমার শাসন টুকু নাই তাই সুখ শান্তি কারে বলে বুঝতে পারিনা, শুধু অপেক্ষার প্রহর গুণী কখন ফিরে যাবো তোমার কোলে নয়ন ভরে দেখবো তোমার মায়া মমতা জড়ানো হাসি মাখা মুখখানি। জানো মা, কোন সন্তানের কাছে মাকে স্মরণ করার জন্য কোন মা দিবসের প্রয়োজন হয় না কারণ প্রতিটা দিনই মায়ের অনুপ্রেরণা নিয়ে দিন শুরু হয়। মায়ের ভালোবাসা হলো নির্ভেজাল।

পরিশেষে আর কি বলবো মা? সারারাত জেগে থেকেও তোমার কাছে লিখলে লেখা শেষ হবে না। দোয়া কর মা দূর প্রবাসে যেন তোমার খোকা ভালো থাকে। ভালো থেকো মা সুস্থ থেকো তোমার প্রতি আমার সশস্ত্র সালাম। তোমার দীর্ঘায়ু কামনা করি মা।

ইতি
তোমার আদরের খোকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com