বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৪:১৭ এএম
কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে সংঘর্ষে নিহত হয়েছে তিনজন আরোহী।
গতকাল মধ্যরাতে কুমিল্লা সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।
কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, গতকাল মধ্যরাত আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কায় তিনজন প্রাণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। যাবার পথেই এই দুর্ঘটনা ঘটে। যতটুকু জানা গেছে, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

সচেতনতা মূলক পরামর্শ: দ্রুতগামী যানবাহন চালানোর সময় সবসময় সতর্ক থাকুন এবং নিয়ন্ত্রণ বজায় রাখুন। নিরাপদে গাড়ি চালানো আপনার এবং অন্যদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একটি ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে। নিরাপদে থাকুন, সচেতন থাকুন।

ইয়াছিনকে বাদ দিলে সদর আসন যাবে জামায়াতের হাতে

রেশমা আক্তার জ্যোতি : প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম
ইয়াছিনকে বাদ দিলে সদর আসন যাবে জামায়াতের হাতে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে মহানগর, সেনানিবাস ও সদর দক্ষিণে। দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের সুখে-দুঃখে পাশে থাকা নেতা হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন তালিকা থেকে বাদ দেওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়েছে লাখো ভোটার। মনোনয়ন পেয়েছেন সদর দক্ষিণের মনিরুল হক চৌধুরী, যিনি অতীতে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, মনিরুল হক চৌধুরী ও মনিরুল হক সাক্কুর সম্মিলিত জনপ্রিয়তা ইয়াছিনের অর্ধেকও নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইয়াছিনকে বাদ দিলে বিএনপির সদর আসন হাতছাড়া হওয়ার আশঙ্কা শতভাগ।

ইতোমধ্যে ইয়াছিনের পক্ষে কান্দিরপাড়, ধর্মসাগরপাড়, পূবালী চত্বর, আলেখারচরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, মানববন্ধন, মশাল মিছিল, সড়ক অবরোধসহ একের পর এক আন্দোলন চলছে। স্লোগানে উঠে আসছে “টাকা লাগলে টাকা নে, ইয়াছিন ভাইরে মনোনয়ন দে”

“রক্ত লাগলে রক্ত নে, ইয়াছিন ভাইরে মনোনয়ন দে”

এই ক্ষোভের সুযোগে জামায়াতপন্থী প্রার্থী সংগঠন গোছাতে শুরু করেছেন। ইয়াছিন অনুসারীরা যদি বিদ্রোহী প্রার্থী দেন বা ভোট বর্জন করেন, তাহলে জামায়াতের বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৭ নম্বর ওয়ার্ডের মহিলা নেত্রী রুবি আক্তার বলেন, “মনিরারে কোপামু, প্রয়োজনে কাউরে ভোট দিতে দিতাম না। ইয়াছিন ভাই ছাড়া কাউকে সদরে মানিনা।”

যুবদল নেতা মোঃ হেলাল খান বলেন, “১৭ বছর ধরে ইয়াছিন ভাই আমাদের পাশে ছিলেন। আমরা চাই তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আসুন।”

জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি নাজমুল হাসান বলেন, “মনিরুল হক চৌধুরী সিনিয়র হলেও ইয়াছিন ভাই কুমিল্লার বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। হামলা-মামলায় তিনিই ছিলেন সবার পাশে।”

মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “১৭ বছর ধরে আমাদের মামলা, হামলা এমনকি পরিবারের খোঁজ রেখেছেন ইয়াছিন ভাই। এখন উড়ে এসে জুড়ে বসতে চান অন্য আসনের প্রার্থী তা আমরা মেনে নেবো না।”

বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে কুমিল্লা-৬ আসনে দলীয় ঐক্য ভেঙে পড়বে এবং জামায়াতের হাতে আসনটি চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এখন দেখার বিষয়, জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা।

চৌদ্দগ্রামের বাসীন্দা ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ যমজ দুই বোন অবশেষে চিকিৎসা শেষে ফিরল নিজ বাসায়।

মোহাম্মদ সাইদুল হক প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম
চৌদ্দগ্রামের বাসীন্দা ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ যমজ দুই বোন অবশেষে চিকিৎসা শেষে ফিরল নিজ বাসায়।

 

গত ২১ জুলাই দুপুরে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। সেখানে কুমিল্লার চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের মোহাম্মদ ইয়াসিন মজুমদার ও আকলিমা দম্পতির যময দুই মেয়ে সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা (১০)।
আজ বুধবার ১২ নভেম্বর ২০২৫: সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কার্যালয়ে দুই শিশুকে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দশ বছর বয়সী যমজ শিশু। তাদের আশির্বাদ জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

এসময় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দুই যমজ শিশুর মধ্যে সায়রা ৩০ শতাংশ এবং সায়মা ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমাদের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা দগ্ধ প্রত্যেক রোগীকে আন্তরিক সেবা দিয়েছেন। তাঁরা কঠোর পরিশ্রম করেছেন। সরকারের পক্ষ থেকেও আমাদের প্রয়োজনীয় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে।

‘আহতদের মধ্যে যারা বাড়ি ফিরেছেন, তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে এবং ফলোআপ চিকিৎসা দিচ্ছে,’ যোগ করেন তিনি।

এসময় তিনি সিঙ্গাপুর, ভারত, চীন ও যুক্তরাজ্যসহ যেসব বিদেশি চিকিৎসক আহতদের চিকিৎসায় সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও ধন্যবাদ জানান।
দুই যমজ শিশুর বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মনোহরগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:০১ পিএম
মনোহরগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার মনোহরগঞ্জে নাশকতার মামলায় বিতর্কিত ও ক্ষমতার অপব্যবহারে অভিযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিপুর গ্রাম থেকে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাহাব উদ্দিন এলাকায় দখলবাজি,মানুষের জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিবেশ তৈরি হয়।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ এপ্রিল বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় আসামি হিসেবে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সরকারি দলের ছত্রচ্ছায়ায় থেকে সাহাব উদ্দিন নানা অপকর্ম চালিয়ে গেছে,সাহাব উদ্দিনের মতো অন্যান্য দখলবাজ নেতাদের বিরুদ্ধেও একইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

×
Skip to toolbar