কুমিল্লার সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার : পরিকল্পিত হত্যার অভিযোগ
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। নিহত যুবকের শরীরে বুট জুতার আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে কটকবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তি হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর মাজার এলাকার মৃত কাজী নজির মিয়ার ছেলে কাজী ছবির (৪২)।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাজী ছবির কোনো অবৈধ কাজের সাথে জড়িত ছিলেন না। তিনি মূলত খেজুরের রস খাওয়ার জন্য ওই জায়গায় গিয়েছিলেন। যেখানে তিনি খেজুরের রস খেতে গিয়েছিলেন, সেখানে একটি ফসলি জমি করার জন্য পানির মেশিন ঘর রয়েছে। ওই স্থান দিয়ে মাদকসহ অবৈধ মালামাল আসে। ধারণা করা হচ্ছে, কাজী ছবির অবৈধ মালামাল আনার দৃশ্য দেখে ফেলায় মাদক ব্যবসায়ীরা তাকে বুট জুতা দিয়ে মেরে ফেলে হত্যা করেছে।
স্থানীয়দের বক্তব্য
স্থানীয়রা জানান, রাতের বেলায় সীমান্তের দিকে “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার শোনা গেলেও কেউ তখন তাকে বাঁচাতে আসেনি। পরবর্তীতে সকাল বেলায় বিজিবি ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পায়।
বিজিবি ও পুলিশের বক্তব্য
বিবির বাজারের বিজিবি সুবেদার ওসিবুর রহমান বলেন, “একটি মরদেহ অবস্থায় আমরা সীমান্তের নিকটবর্তী জায়গায় পাই। পরিচয় শনাক্ত হয়েছে। মরদেহের শরীরে বুট জুতার আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

















