তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মৈশাতুয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬নং মৈশাতুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ইউনিয়নের সমসপুর বাজার ও হাজিপুরা বাজারে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, মৈশাতুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাইনুল ইসলাম সুমন, সদস্য সচিব মোর্শেদ আলম মানিক, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইয়ামিন, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর ফারুক ও সদস্য সচিব কামাল হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলেই দেশে সত্যিকারের জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা সম্ভব।”
লিফলেট বিতরণ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।














