কারামুক্তির পর প্রথম জনসম্পৃক্ততায় আবেগঘন সংবর্ধনায় এম এ আউয়াল খান
সদ্য কারামুক্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনয়নপ্রত্যাশী এম এ আউয়াল খানকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ। শনিবার, ১৮ অক্টোবর বিকেলে দেবিদ্বার পৌর মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল রাজনৈতিক ঐক্য ও জনসম্পৃক্ততার এক উজ্জ্বল উদাহরণ।
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে দেবিদ্বারে নিয়ে আসেন। শতাধিক মোটরসাইকেল নিয়ে আয়োজিত এ শোভাযাত্রা ছিল দলীয় শক্তি ও সংহতির প্রতীক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা মো. মজিবুর রহমান সিকদার। সংবর্ধিত অতিথি এম এ আউয়াল খান তার বক্তব্যে বলেন, “কারাগার থেকে ফিরে আপনাদের ভালোবাসা ও সম্মান আমাকে নতুন শক্তি দিয়েছে। আমি দেবিদ্বারের মানুষের অধিকার আদায়ে সবসময় পাশে থাকব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. সাইফুল আলম, মো. জসিম উদ্দিন, সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহম্মেদ সাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মো. আবু হানিফ ও আলমঙ্গীর হোসেন।
উল্লেখ্য, বিগত হাসিনা সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় গত ২১ সেপ্টেম্বর এম এ আউয়াল খান আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে ২৪ সেপ্টেম্বর জামিন মঞ্জুর হলে ২৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি ও ছাত্রদলের আরও সাত নেতা।
















