সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর ওপর ধারাবাহিক হামলা ও প্রাণনাশের হুমকি: “স্যার নামীয় চক্র”র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত
আসামি ও সংঘবদ্ধ অপরাধী চক্র নাশকতা সৃষ্টি, তথ্য বিভ্রান্তি ও অরাজকতার মাধ্যমে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে মিথ্যা মামলায় জড়িয়ে তার সুনাম ক্ষুণ্ণ ও হত্যাচেষ্টার পরিকল্পনা চালিয়ে আসছে। শুভ্রর অভিযোগ, “এই অপরাধীদের পরোক্ষ সহচর ও গুপ্তচর হিসেবে আমার পরিচিত কিছু ব্যক্তি অনৈতিক উদ্দেশ্যে আমার পিছনে লেগে আছে।”
মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, “আমি দেশের একজন নাগরিক হিসেবে আইনগত সব ব্যবস্থা গ্রহণ করার পরও যদি অভিযুক্ত আসামিরা এমন অপরাধ করে, এর চেয়ে নিন্দনীয় কিছু হতে পারে না। প্রশাসন ও পুলিশের দায়িত্বে থাকা সত্ত্বেও তারা যদি আত্মগোপনে থেকে হামলা চালায়, তবে এর দায়ভার কে নেবে?”
মামলার বাদী শুভ্র জানান, তার দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। সম্প্রতি তিনি আবারও কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (নং-১৮৮২, তারিখ: ২৬.১০.২০২৫ইং) দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত আসামিরা ‘স্যার নামীয় চক্র গ্রুপ’ নামে নারী-পুরুষের যৌথ সিন্ডিকেট গঠন করে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক বিভ্রান্তি ছড়িয়ে মামলার গতিপথ পরিবর্তনের চেষ্টা করছে। তারা প্রশাসনের ছদ্মবেশে শুভ্রকে মোবাইলে হুমকি-ধমকি দিচ্ছে, এমনকি তার কাছ থেকে মামলা প্রত্যাহারের চাপও দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখে শুভ্রকে লক্ষ করে মোটরসাইকেল আরোহী হেলমেট পরিহিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে, তার মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত উদ্ধার করে এবং মামলাটি রেকর্ডভুক্ত করে (মামলা নং: ৫০, জিআর–৮১২, তারিখ: ১৭.১০.২০২৪ইং)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত চক্রটি কুমিল্লা শহরজুড়ে বিভিন্ন অপরাধে জড়িত একটি সংঘবদ্ধ দস্যু দল। তাদের গ্রেফতারে একাধিক অভিযান চালানো হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সজীব দও। তিনি বলেন, “আমরা অভিযুক্তদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছি এবং লুট হওয়া মালামাল দ্রুত উদ্ধার করা হবে।”
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম বলেন, “সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা মামলার সকল আসামিকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনা হবে।”
মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন জানান, “মওদুদ আব্দুল্লাহ শুভ্র ২০১৯ সাল থেকে মানবাধিকার খবর পত্রিকার কুমিল্লা ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মানবিক ও অধিকার আদায়ের সংগ্রামী সাংবাদিক। তাকে বহুবার বাধা ও হামলার শিকার হতে হয়েছে, তবুও তিনি সত্য প্রকাশে অনড় থেকেছেন।”
তিনি আরও বলেন, “যদি এমন একজন মানবাধিকার সাংবাদিক ও পেশাজীবী ব্যক্তি প্রশাসনের সহায়তা ও নিরাপত্তা না পান, তবে এটি মানবাধিকার লঙ্ঘন এবং আইনের প্রতি অবমাননা। প্রশাসনের উচিত অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া।”
মানবাধিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রর ওপর হামলা ও হুমকি ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। প্রশাসনের প্রতি আহ্বান— তার নিরাপত্তা নিশ্চিত করা ও অভিযুক্ত অপরাধী চক্রকে দ্রুত আইনের আওতায় আনা।













