বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের বিতর্কিত কার্যক্রমে ক্ষোভ, বন্ধের আহ্বান কারাতে অঙ্গনের
বাংলাদেশ কারাতে ফেডারেশনের অনুমতি ছাড়াই “বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশন” জাতীয় ও আন্তর্জাতিক সিতোরিউ কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেলা ও বিভাগ পর্যায়ে দল বাছাই এবং দল গঠনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তারা দেশের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ই-মেইলের মাধ্যমে তাদের ফেডারেশনে পাঠানোর নির্দেশ দেয়—যেখানে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) লোগো ব্যবহার করা হয়েছে।
বাংলাদেশ কারাতে ফেডারেশন অভিযোগ করেছে, সিতোরিউ কারাতে ফেডারেশনের এমন কর্মকাণ্ড তাদের নিয়মিত কার্যক্রমকে বিঘ্নিত ও প্রশ্নবিদ্ধ করছে। ফলে কারাতে ফেডারেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের সব কার্যক্রম অবিলম্বে বন্ধের অনুরোধ জানিয়েছে তারা।
উল্লেখ্য, ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন (WKF) অনুমোদিত কারাতের বিভিন্ন স্টাইল যেমন সোতোকান, সিতোরিউ, ওয়াদোকাই, গোজোরিউ ও খিউকুশিন—সবই বাংলাদেশ কারাতে ফেডারেশনের অধীন পরিচালিত হয়।
ফেডারেশনের অনুমোদিত গঠনতন্ত্রের ধারা ৪.২ ও ৪.৩ অনুযায়ী, “বাংলাদেশ কারাতে ফেডারেশন ব্যতীত অন্য কোনো সংস্থা বা ক্লাব জাতীয় কারাতে প্রতিযোগিতার আয়োজন করতে পারবে না।”
তবে অভিযোগ পাওয়া গেছে যে, বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশন বিভিন্ন জেলায় তাদের নিজস্ব জেলা কমিটি গঠন করে কারাতে অঙ্গনে বিভাজন ও বৈষম্য সৃষ্টি করছে, যা পুরো খেলার শৃঙ্খলাকে নষ্ট করছে।
এ বিষয়ে কুমিল্লার কয়েকজন অভিজ্ঞ কারাতে প্রশিক্ষক বলেন,
> “কারাতে একটি শৃঙ্খলাপূর্ণ খেলা। এর দর্শন ও নিয়ম একজন কারাতে-কার জীবনধারার সঙ্গে যুক্ত। অথচ কিছু গোষ্ঠী ব্যক্তিস্বার্থে কারাতে নিয়ে নোংরামি করছে, যা পুরো অঙ্গনকে বিতর্কিত করছে।”
তারা জাতীয় ক্রীড়া পরিষদের কঠোর অবস্থানের প্রশংসা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ কারাতে ফেডারেশন জানিয়েছে, তারা বিষয়টি ইতোমধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদে (NSC) লিখিতভাবে জানিয়েছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শৃঙ্খলা রক্ষায় উদ্যোগ নিচ্ছে।













