স্কুল প্রতিষ্ঠার নামে দেবিদ্বারে কৃষকের ১৮৫ টি গাছ কেটে ভূমি দখলের অভিযোগ
কুমিল্লার দেবিদ্বারে স্কুল প্রতিষ্ঠার নামে কৃষকের ২০ শতাংশ পৈত্রিক জমি জোরপূর্বক দখল ও বনায়নকৃত প্রায় ১৮৫ টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। থানায় অভিযোগের পর হুমকি ও ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী কৃষক হাবিবুর রহমান। ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে।
অভিযোগে জানা যায়, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার জন্য প্রভাবশালীরা জমি দিতে চাপ প্রয়োগ করে স্থানীয় কৃষক হাবিবুর রহমানকে। ওই কৃষক জমি দিতে রাজি না হলে গত ৯ সেপ্টেম্বর ২৫টি গাছ কেটে ফেলে প্রভাবশালীরা। পরে ২৫ অক্টোবর আরও ১৬০টি গাছ কেটে নেয় এবং ভেক্যু দিয়ে তার জমির মাটি কেটে রাস্তা তৈরি করা হয়। কৃষক হাবিবুর রহমান এ বিষয়ে থানায় অভিযোগের পর জীবননাশের হুমকিতে গ্রাম ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারটি।
সরেজমিনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ঘটনাস্থালে গিয়ে দেখা যায়, কয়লা ব্যবসায়ী মো. শাহনেওয়াজ শাহীন ওই এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এতে গ্রামের কয়েকজনের সম্মতিতে জমি নির্ধারণের সময় হাবিবুর রহমানের জমিও নির্বাচন করা হয় এবং তার তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জমির অকেগুলি গাছ কেটে ফেলা হয়।
কৃষক হাবিবুর রহমান বলেন, ‘আমার ২০ শতাংশ পৈত্রিক জমি জোর করে নিতে চায় শাহীন ও তার সমর্থকরা। আমি রাজী না হওয়ায় ৯ সেপ্টেম্বর তারা প্রথমে ২৫টি গাছ কেটে ফেলে, পরে ২৫ অক্টোবর আরও ১৬০টি গাছ কেটে নেয়। থানায় অভিযোগ করার পরও হুমকি অব্যাহত থাকায় জীবন বাঁচাতে গ্রাম ছাড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছি।’
ভুক্তভোগীর আত্মীয় মো. সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, স্কুল প্রতিষ্ঠার কথা বললেও উদ্দেশ্য আসলে খাসজমি দখল করে এবং সৌন্দর্য বর্ধনে হাবিবুর রহমানের জায়গা নিয়ে মাছের প্রজেক্ট করা। কারণ, এলাকায় ইতোমধ্যে অর্ধ কিলোমিটারের মধ্যে কামিল মাদ্রাসা, সাইচাপাড়া উচ্চ বিদ্যালয় ও চান্দপুর হাই স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
তবে স্থানীয় বাবুল মিয়া, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম ও শরীফ হোসেনসহ কয়েকজন বলেন, গ্রামবাসী ৯৯ শতাংশ জমির মধ্যে ২২ শতাংশ খাস ও ৭৭ শতাংশ মালিকানাধীন জমি নিয়ে স্কুল স্থাপনের উদ্যোগ নিয়েছে। হাবিবুর রহমানের জমির বিনিময়ে আরও ১৭ শতাংশ জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে আগামী ৩০ অক্টোবর থানায় বৈঠক হওয়ার কথা রয়েছে। স্কুলটি প্রতিষ্ঠা হলে এ এলাকার মানুষ আলোকীত হবে। কিন্তু গ্রামের কয়েকজনের সম্মতিতে হাবিবুর রহমানের জমির একটি অংশে রাস্তা নির্মাণের প্রয়োজন হলে কিছু গাছ কাটা হয়। কিন্তু এখন তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়টি তদন্ত করে দেখার জন্য এসিল্যান্ডকে বলে দিয়েছি।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন ‘অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে আগামী শুক্রবার থানায় ডেকেছি, সমাধান না হলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











