বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

চৌদ্দগ্রাম মডেল কলেজের এইচএসসি ফলাফলে চরম বিপর্যয় ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১ জন 

সাইদুল হক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:৫১ পিএম
চৌদ্দগ্রাম মডেল কলেজের এইচএসসি ফলাফলে চরম বিপর্যয় ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১ জন 
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

 

কুমিল্লার চৌদ্দগ্রামে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে চৌদ্দগ্রাম মডেল কলেজে চরম বিপর্যয় নেমে এসেছে। ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার কলেজ থেকে ৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র একজন। অকৃতকার্য হয়েছে ৩৪ জন শিক্ষার্থী। পাসের হার ০.১ শতাংশ। আলোচিত বিষয় হলো: যিনি পাস করেছেন, তিনি গত বছরের শিক্ষার্থী। মাত্র এক বিষয় রেফার্ড পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। চরম বিপর্যয়পূর্ণ এ ফলাফলটি চৌদ্দগ্রাম উপজেলার কলেজগুলোর ইতিহাসে এইচএসসি’র ফলাফলে কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে আজীবন। বিপর্যয়পূর্ণ এ ফলাফলের জন্য কলেজ অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান এর অদক্ষতা, শিক্ষার্থীদের অমনোযোগীতা ও উদাসীনতা সহ অভিভাবকদের অসচেতনতাকেই দায়ী করছে সচেতন মহল।

জানা গেছে, চৌদ্দগ্রাম মডেল কলেজটি ২০১২ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকেই এইচএসসি পরীক্ষায় এ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে দারুন ফলাফল করে আসছিলো। এরমধ্যে ২০২২ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অত্র কলেজের ৪৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪৩ জনই কৃতকার্য হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। শতভাগ পাসের রেকর্ড সহ জিপিএ-ফাইভ প্রাপ্তিতেও এ কলেজের বেশ সুনাম-সুখ্যাতি রয়েছে। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫টি জিপিএ-ফাইভ সহ শতভাগ পাসের গৌরব অর্জন করে কলেজটি। ঐবছরের গৌরবময় এ ফলাফলের কারণে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করে। ধারাবাহিকতা বজায় রেখে ২০২৪ সালেও চৌদ্দগ্রাম মডেল কলেজটি বিগত বছরের ন্যায় ৫টি জিপিএ-ফাইভ সহ ভালো ফলাফল করে। কিন্তু ২০২৫ সালে ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে মাত্র একজন পাশ করে। যা মডেল কলেজের একযুগের ফলাফলের সাথে যায় না। ফলাফলের এ ভরাডুবিকে উপজেলার কলেজ পর্যায়ের ফলাফলের ইতিহাসে কলঙ্কজনক বলে আখ্যা দিয়েছে সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক চৌদ্দগ্রাম মডেল কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, কলেজ প্রতিষ্ঠা করে কী লাভ? স্যাররা নিয়মিত কলেজেই আসেন না। তাঁরা তাদের পরিবার নিয়ে ব্যাস্ত থাকে। এ কলেজে কোন পড়ালেখাই হয় না এখন। পড়ার মান নষ্ট হয়ে গেছে। তাই কলেজে আসতেও ভালো লাগে না। যারফলে এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম অবনতি হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতাল বলেন, এবার আমাদের কলেজ থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছে। পাশ করেছে মাত্র ১ জন। ফলাফল বিপর্যয়ের জন্য সকল শিক্ষার্থীদের ডেকে আনা হয়েছে। তারাও বিষয়টি নিয়ে বেশ মর্মাহত। তিনি অভিযোগ করে বলেন, সকল শিক্ষার্থীর অভিভাকদের আমরা একাধিকবার তাগাদা দিলেও তাদের সন্তানদের বিষয়ে কোন ভ্রæক্ষেপ নেই তাদের। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের কলেজে অর্থনৈতিক সংকট চলছে। শিক্ষকদের বেতন ঠিকমতো দিতে পারছিনা।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন বলেন, বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে কিভাবে এই ফলাফল এড়ানো যায় সেইদিকে লক্ষ্য রেখে নজরদারি বাড়ানো হবে।

চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসীর ওপর হামলা, থানায় মামলা

চৌদ্দগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:৪৮ পিএম
চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসীর ওপর হামলা, থানায় মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে মমিনুল ইসলাম মজুমদার নামে এক দুবাই প্রবাসীর উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ওই প্রবাসী। পরে স্থানীয়রা তাকে হামলাকারীদের থেকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানেও তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা মজুমদার বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগম থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে শাহআলম মজুমদার নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বয়স বিবেচনায় মুছলেকা নিয়ে তাকে স্থানীয় গণ্যমান্য লোকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক মো. গুলজার আলম।

থানায় দায়েরকৃত এজাহার ও স্থানীয় সূত্রে জান গেছে, দুবাইয়ে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মো. শাহআলম মজুমদারের পরিবার ও ভুক্তভোগি প্রবাসী মমিনুল ইসলাম মজুমদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। সম্প্রতি শাহআলমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, সামাজিক সিদ্ধান্ত অমান্য করা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে অশোভন আচরণের অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে মীমাংশার উদ্দেশ্যে শনিবার সকালে গ্রামে একটি শালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে শাহআলমের ছোট ছেলে নাঈম গ্রাম্য সর্দারদের সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় সে তাদেরকে দেখে নেওয়ার হুমকি-ধমকি দেয়। প্রতিবাদে প্রবাসী মমিনুল ইসলাম তাকে এমন অশোভন আচরণ থেকে বিরত থাকতে বলে। এতে নাঈম ক্ষিপ্ত হয়ে তার অপর দুই ভাই সোহাগ ও মাইন উদ্দিনসহ তাদের আরো কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মমিনুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মমিনুলকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরপরই শাহআলমের তিন ছেলে ও হামলাকারী আত্মীয়-স্বজনরা নিজ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহআলমকে আটক করে। এক ঘণ্টা পর স্থানীয় একজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রবাসী মমিনুল ইসলামের পরিবার জানায়, কয়েক বছর আগে নাঈমকে দুবাইয়ে কাজের সুযোগ দিয়েছিলেন মমিনুল। সেখানে দোকানে কাজ করার সময় নাঈম কয়েক ভরি স্বর্ণ চুরি করে পালানোর চেষ্টা করলে মমিনুল অভিযোগ করেন। পরবর্তীতে স্বর্ণ ফেরত দিয়ে সেখানেই বিষয়টির মীমাংশা করা হয়। এতে শাহআলমের পরিবার মমিনুলের পরিবারের উপর ক্ষুব্ধ হয়। কিছুদিন আগে মমিনুল ইসলাম দেশে আসলে বিষয়টি নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এ সময় শাহআলমের পরিবার মমিনুলকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনার জের দিনদিন বাড়ছিলো। বিষয়টি নিয়ে শনিবারে শালিস অনুষ্ঠিত হয়। সেখানে শাহআলমের ছেলে নাঈমের অশোভন আচরণের প্রতিবাদ করায় তারা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী মমিনুলের উপর হামলা করে। মমিনুলের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই শনিবারের শালিস বৈঠকের সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আমরা এ হামলায় জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। এর আগে অভিযুক্ত নাঈম কর্তৃক হুমকি-ধমকির ঘটনায় গত বুধবার ভুক্তভোগি প্রবাসী মমিনুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত শাহআলম বলেন, বিদেশে আমার ছেলে নাঈমের সাথে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ওইদিন বিচার বসে। মমিনুল আমার ছেলের সাথে অন্যায় করেছে। সমাধান হওয়ার একপর্যায়ে সে আমাদেরকে হুমকি দিলে আমরা তার উপর হামলা করতে বাধ্য হই। এখন তারা আইনের আশ্রয় নিয়েছে। আমি আইনীভাবে তা মোকাবেলা করবো। সামাজিকভাবে মীমাংশার জন্য আমি প্রস্তুত।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন বলেন, সামাজিক শালিসে প্রবাসীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক শাহআলমকে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, শাহআলম বয়োবৃদ্ধ একজন মানুষ। তিনি প্রস্রাবে ইনফেকশন জনিত সমস্যাসহ শারীরিক নানান সমস্যায় ভুগছেন। মানবিক দিক বিবেচনায় স্থানীয় একজনের জিম্মায় তাকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসীর ওপর হামলা, থানায় মামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:২৫ পিএম
চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসীর ওপর হামলা, থানায় মামলা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে মমিনুল ইসলাম মজুমদার নামে এক দুবাই প্রবাসীর উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ওই প্রবাসী। পরে স্থানীয়রা তাকে হামলাকারীদের থেকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানেও তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা মজুমদার বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগম থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে শাহআলম মজুমদার নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বয়স বিবেচনায় মুছলেকা নিয়ে তাকে স্থানীয় গণ্যমান্য লোকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক মো. গুলজার আলম।

থানায় দায়েরকৃত এজাহার ও স্থানীয় সূত্রে জান গেছে, দুবাইয়ে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মো. শাহআলম মজুমদারের পরিবার ও ভুক্তভোগি প্রবাসী মমিনুল ইসলাম মজুমদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। সম্প্রতি শাহআলমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, সামাজিক সিদ্ধান্ত অমান্য করা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে অশোভন আচরণের অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে মীমাংশার উদ্দেশ্যে শনিবার সকালে গ্রামে একটি শালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে শাহআলমের ছোট ছেলে নাঈম গ্রাম্য সর্দারদের সঙ্গে অশালীন আচরণ করে। এ সময় সে তাদেরকে দেখে নেওয়ার হুমকি-ধমকি দেয়। প্রতিবাদে প্রবাসী মমিনুল ইসলাম তাকে এমন অশোভন আচরণ থেকে বিরত থাকতে বলে। এতে নাঈম ক্ষিপ্ত হয়ে তার অপর দুই ভাই সোহাগ ও মাইন উদ্দিনসহ তাদের আরো কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মমিনুলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মমিনুলকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরপরই শাহআলমের তিন ছেলে ও হামলাকারী আত্মীয়-স্বজনরা নিজ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহআলমকে আটক করে। এক ঘণ্টা পর স্থানীয় একজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রবাসী মমিনুল ইসলামের পরিবার জানায়, কয়েক বছর আগে নাঈমকে দুবাইয়ে কাজের সুযোগ দিয়েছিলেন মমিনুল। সেখানে দোকানে কাজ করার সময় নাঈম কয়েক ভরি স্বর্ণ চুরি করে পালানোর চেষ্টা করলে মমিনুল অভিযোগ করেন। পরবর্তীতে স্বর্ণ ফেরত দিয়ে সেখানেই বিষয়টির মীমাংশা করা হয়। এতে শাহআলমের পরিবার মমিনুলের পরিবারের উপর ক্ষুব্ধ হয়। কিছুদিন আগে মমিনুল ইসলাম দেশে আসলে বিষয়টি নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এ সময় শাহআলমের পরিবার মমিনুলকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনার জের দিনদিন বাড়ছিলো। বিষয়টি নিয়ে শনিবারে শালিস অনুষ্ঠিত হয়। সেখানে শাহআলমের ছেলে নাঈমের অশোভন আচরণের প্রতিবাদ করায় তারা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী মমিনুলের উপর হামলা করে। মমিনুলের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই শনিবারের শালিস বৈঠকের সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আমরা এ হামলায় জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। এর আগে অভিযুক্ত নাঈম কর্তৃক হুমকি-ধমকির ঘটনায় গত বুধবার ভুক্তভোগি প্রবাসী মমিনুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত শাহআলম বলেন, বিদেশে আমার ছেলে নাঈমের সাথে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ওইদিন বিচার বসে। মমিনুল আমার ছেলের সাথে অন্যায় করেছে। সমাধান হওয়ার একপর্যায়ে সে আমাদেরকে হুমকি দিলে আমরা তার উপর হামলা করতে বাধ্য হই। এখন তারা আইনের আশ্রয় নিয়েছে। আমি আইনীভাবে তা মোকাবেলা করবো। সামাজিকভাবে মীমাংশার জন্য আমি প্রস্তুত।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন বলেন, সামাজিক শালিসে প্রবাসীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক শাহআলমকে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, শাহআলম বয়োবৃদ্ধ একজন মানুষ। তিনি প্রস্রাবে ইনফেকশন জনিত সমস্যাসহ শারীরিক নানান সমস্যায় ভুগছেন। মানবিক দিক বিবেচনায় স্থানীয় একজনের জিম্মায় তাকে সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়েছে।

দেবিদ্বারে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

দেবিদ্বার প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮:৪১ পিএম
দেবিদ্বারে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে ১২ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের বাবা মোঃ হারুন (৪৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মোঃ হারুর। হারুনের দুই মেয়ে ও এক ছেলে এবং বর্তমানে তার স্ত্রী আট মাসের অন্তসত্ত্বা। গত ১২ অক্টোবর ১২ বয়সী ছোট মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয় হারুন এবং আবারো গত সোমবার (২৭ অক্টোবর) সকালে মেয়েকে ২০ টাকা দিয়ে তার কাপড় ধুতে গোছল খানায় পাঠিয়ে সেখানে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় তার মেয়ে দৌড়ে পালিয়ে গিয়ে বিষয়টি নানীকে জানায়। রাতে নানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মোঃ হারুনকে গ্রেফতার করে, দেবিদ্বার থানার মামলা নাম্বার ২০। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েকে ধর্ষণ চেষ্টার কথা স্বিকার করেছে অভিযুক্ত মোঃ হারুন। মঙ্গলবার দুপুরে মোঃ হারুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভিক্টিমের নানীর অভিযোগের পর সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মোঃ হারুনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আসামীকে কুমিল্লার আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

×