দেবিদ্বারে ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজামেহার ইউনিয়ন। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে চুলাশ বাজারে তিন গ্রামের কয়েক শতাধিক মানুষ রাস্তায় দাঁড়িয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই হামলার সঙ্গে জড়িত একমাত্র নাম ‘আবু সাঈদ ওরফে কালা সাঈদ’—যিনি এখন পুরো অঞ্চলে ভয়ের নাম হিসেবে পরিচিত।
গত ২৯ জুন রাত ১০টার দিকে মো. আলম স্বর্ণকার নামের এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর চুলাশ ব্রীজের গোড়ায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। মারধর করে গুরুতর আহত করার পর তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার রূপা লুটে নেয় তারা। পরে ভুক্তভোগী দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন।
মানববন্ধনে অংশ নেওয়া কামাল স্বর্ণকার, মোশারফ হোসেন ও মো. আলম সরাসরি বলেন—কালা সাঈদ শুধু তাদের নয়, রাজামেহার, উখারি এবং গাংটিয়ারা গ্রামের বহু মানুষকে মারধর ও ছিনতাইয়ের মাধ্যমে জর্জরিত করেছে। মাদক, দেশীয় অস্ত্র, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত এই যুবক ইতিমধ্যে নিজের টিকটক আইডিতে একাধিক ভিডিও ছড়িয়ে দিয়েছে, যেখানে তাকে কোমরে পিস্তল আর হাতে হাঁসুয়া নিয়ে ভয়ঙ্কর সংলাপ দিতে দেখা গেছে।
স্থানীয়দের মতে, সে একাধিকবার নির্মাণ প্রকল্পে গিয়ে ঠিকাদারকে চাঁদা না পেয়ে হত্যার হুমকি দিয়েছে। এলাকাজুড়ে আতঙ্কের এমন অবস্থা—যেখানে সাধারণ মানুষ মুখ খুলতেও ভয় পাচ্ছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “তার (কালা সাঈদের) বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে। আমরা কয়েকবার অভিযান চালিয়েছি, কিন্তু এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তদন্তে প্রমাণ পাওয়া গেছে, সে একটি সন্ত্রাসী প্রকৃতির ছেলে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
মানববন্ধনে উপস্থিত গ্রামবাসীরা একবাক্যে বলেন, “দেরি না করে কালা সাঈদকে গ্রেপ্তার করুন। এই সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া যাবে না।”