1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
পুলিশের হাতে আটক ভুল ব্যক্তির মৃত্যু - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
Title :
ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ দেবীদ্বারে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত “আনারসের জোয়ারে উত্তাল কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের বিজয়ের প্রত্যয়ে মুখরিত জনতা” চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর গোমতীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালকের চাপায় শিশু গুরুতর আহত

পুলিশের হাতে আটক ভুল ব্যক্তির মৃত্যু

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৫২ Time View

 

অপরাধ না করেই পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এরশাদ মিয়া (৪৫)। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে। তিনি কোন মামলার আসামি ছিলেন না। পুলিশের কর্তব্যে অবহেলা ও গাফিলতির দায়ে এ ঘটনাটি হয়েছে বলে অনেকে মনে করছেন।সরেজমিনে গিয়ে জানা যায়, নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের শাহ আলমের ছেলে এরশাদ মিয়া একটি নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। তাকে গ্রেফতার করার জন্য হন্যে হয়ে পুলিশ খুঁজছে। মঙ্গলবার দুপুরে মুরাদনগর থানার এএসআই শেরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রহিমপুর গ্রামের শাহ আলমের ছেলে এরশাদ মিয়াকে গ্রেফতার করে। তখন তিনি জানতে পারেন, রহিমপুর গ্রামে আরেক শাহ আলমের ছেলে এরশাদ মিয়া রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত বিদেশে অবস্থান করছেন। এই এরশাদ মিয়াই নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক প্রকৃত আসামি। যাচাই বাছাই না করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার করায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন ও গ্রাম পুলিশ আবদুস সাত্তার জানান, শাহ আলমের ছেলে এরশাদ মিয়া নামে রহিমপুর গ্রামে দু’টি পরিবার রয়েছে। যে এরশাদ মিয়া নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি তিনি দীর্ঘদিন প্রবাসে থাকেন। পুলিশ ভুলবশত: সিএনজি চালক এরশাদ মিয়াকে হ্যান্ডকাপ পরালে ভয়ে সে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামের লোকজন প্রথমে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তাৎক্ষনিক কুমিল্লা নেওয়ার পথে এরশাদ মিয়া রাস্তায় মারা যায়।নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন বলেন, রহিমপুর গ্রামে বাবা ও ছেলে একই নামে দু’জন ব্যক্তি রয়েছে। প্রকৃত যে এরশাদ মিয়া ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি, সে দীর্ঘদিন যাবত বিদেশে রয়েছেন। গ্রেফতারের পূর্বে পুলিশ ভালভাবে যাচাই বাছাই করার দরকার ছিল। তাহলে এ ঘটনাটি হতো না।মুরাদনগর থানার এএসআই শেরাজুল ইসলাম বলেন, আমার গ্রেফতার সঠিক ছিল। ধৃত এরশাদ মিয়া অসুস্থ্যবোধ করায় তাকে ছেড়ে দিয়েছি। পরে জানতে পারি এ নামে আরো একজন রয়েছে। সে বিদেশে অবস্থান করছেন।এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধরের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল ফোন (০১৩২০-১১৪২৫৬) রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com