1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
মানুষ পরিবর্তন চায় : কায়সার - দৈনিক কুমিল্লার ডাক
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Title :
ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ দেবীদ্বারে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত “আনারসের জোয়ারে উত্তাল কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের বিজয়ের প্রত্যয়ে মুখরিত জনতা” চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর গোমতীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালকের চাপায় শিশু গুরুতর আহত

মানুষ পরিবর্তন চায় : কায়সার

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৯২ Time View

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার বলেছেন, আমি বিশ্নাস করি কুমিল্লার মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন বর্তমান সরকার দ্বারা হবে না- পরিবর্তন কোন সাবেক ধারা হবে না। পরিবর্তন হবে নতুনদের দ্বারা। আর সেই নতুন হিসেবে আমাকে দিয়েই পরিবর্তন হবে। গতবার আমি যখন পরিবর্তনের ডাক দিয়েছি- মানুষ তখন গ্রহন করেছিলো। কিন্তু তখন মানুষ আস্থা রাখতে পারে নাই। কিন্তু গত নির্বাচনে ভোট সংখ্যা দেখে মানুষের আস্থার পরিবর্তন হয়েছে। অনেকেই অপপ্রচার চালিয়েছিলো- কুমিল্লার মানুষের সাথে যে নাড়ীর সম্পর্ক-তা নির্বাচনের পর পরিবর্তন হয়েছে। তিনি বলেন, আমি মনোনয়ন দাখিল করেছি- তাই মহান আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কুমিল্লার নাগরিক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করলেও আপনারা জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শেও জড়িত। আমার রাজনৈতিক কর্মজীবনে আমি ছাত্রদলের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা থেকেই আমার পদচারণা। ছাত্রদল ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতির দায়িত্বপালন করেছি। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি দায়িত্ব পালন করেছি, পাশাপাশি কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিকের দায়িত্ব পালন করেছি। আমি গত নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় দল আমাকে অব্যাহতি দিয়েছে। কিন্তু নির্বাচনি কারণে দল আমাকে অব্যহতি দিলেও কুমিল্লা মহানগরীর যারা বিএনপি করে এবং যারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে ছিলো- তারা নির্বাচনে আমার সাথে ছিলো। তিনি আরো বলেন, গত নির্বাচনে যারা প্রার্থী ছিলো তাদের কারনে নির্বাচন কমিশনও হতাশ হয়ে গিয়েছিলো। তারা ভালোভাবে প্রচারণাও করে নাই। কিন্তু আমিই একমাত্র ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছিলাম। কিন্তু নানান রাজনৈতিক সমীকরনের কারণে আমার প্রত্যাশিত ফল আমি পাইনি। মনিরুল হক সাক্কু বিএনপি ঘরানার এই বিষয়ে তিনি মন্তব্য করে বলেন, তিনি (সাক্কু) এখন আমার ঘরানার নাই। উনি হয় তো আমাদের একসময় ছিলেন, এখন অতীত। তিনি নির্বাচিত হওয়ার পর দানবীয় শাসন করার জন্য যারা কুমিল্লায় দানবীয় শাসন করে তাদের সাথে একাত্মতা পোষণ করেছিলো। যার কারণে কুমিল্লার মানুষ জিম্মি হয়েছিলো। আর এই জিম্মিদশা থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী মূল্য বোধের প্রার্থী হিসেবে আজ থেকে আমার পদচারণা।নির্বাচন কমিশনের প্রতি তিনি বলেন, এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের এখনো আস্থা নাই। তা সত্ত্বেও রাষ্ট্রীয় সাংবিধানিক ব্যবস্থা সচল রাখার জন্য আমরা বলতে পারি নির্বাচন কমিশন যদি কুমিল্লার এই নির্বাচন সুষ্ঠ করতে পারে তাহলে বাংলাদেশের নির্বাচনে নতুন পরিবেশ ফিরে আসবে। আমরা আশা করি, নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন। অযথা মামলার নামে নামে কাউকে হয়রানি করবেন না। কেউ যেন পেশিশক্তি ব্যবহার না করে সে ব্যবস্থাও করতে হবে। যারা নির্বাচনি আচরণবিধি অনুযায়ী প্রচারণা করবেন না – তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com