যৌক্তিক দাবি আদায় ও ঢাকায় শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে চৌদ্দগ্রামে শিক্ষকদের মানববন্ধন


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি ও জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদের সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে আদর্শ শিক্ষক ফেডারেশন চৌদ্দগ্রাম শাখার আয়োজনে মানববন্ধন করেছে শিক্ষকবৃন্দ। শিক্ষক ফেডারেশনের চৌদ্দগ্রাম শাখার সভাপতি কাজী মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন চৌদ্দগ্রাম শাখার সাধারণ সম্পাদক মাষ্টার কামাল উদ্দিন মজুমদার, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম শামছুদ্দিন মোঃ আবুল কাশেম, কাছারিপাড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, সিংরাইশ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনম মোখলেছুর রহমান নোমান, আতাকরা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মমিন, বসন্তপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, সাকছি সৈয়দ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার, করপাটি হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী, বিজয়করা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আবদুল বারিক ভূঁইয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, তাদের সাথে কোন বৈশম্যই মেনে নেওয়ার কথা না। আমরা আমাদের যৌক্তিক দাবি গুলো করলেও তা নিয়ে সরকার নানান তালবাহানা শুরু করেছে।