বিদেশে যেতে অনুমতি চেয়ে আদালতে আবেদন
দেশ ছাড়ছেন কি বসুন্ধরা পরিবার?


বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম ও তার পরিবারের চার সদস্য চিকিৎসার প্রয়োজন জানিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন তার স্ত্রী আফরোজা বেগম, দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান এবং ছোট ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান। তাদের আইনজীবী খোরশেদ আলম আদালতে জানান, আবেদনকারীরা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া জরুরি। এজন্য তাদের ওপর আরোপিত দেশত্যাগে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। শুনানি শেষে বিচারক সাব্বির ফয়েজ তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আদেশ দেওয়ার বিষয়ে নির্দেশনা দেন এবং ২৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। একই দিনে শুনানির তারিখও নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর দুর্নীতির অভিযোগে শাহ আলম ও তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের আবেদনে বলা হয়েছিল, তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় বিদেশে যাওয়া সীমিত করা প্রয়োজন।