কুমিল্লার গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলনে ১০ লাখ টাকা জরিমানা


কুমিল্লার গোমতী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোমতী নদীর ওই এলাকায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও নদীর ভারসাম্য নষ্ট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় দায়ী পক্ষকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, “নদী ও পরিবেশের ক্ষতি করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের কঠোর পদক্ষেপই সময়ের দাবি।