জামায়াত একটি মানবিক দেবিদ্বার উপহার দিতে চায় —–সাইফুল ইসলাম শহীদ


দেবিদ্বার উপজেলা ৪নং সুবিল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. হারুনুর রশিদ এর সঞ্চালনায় ও হাজী আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা -৪(দেবিদ্বার) আসনের জামায়াত মনোনীত এম পি প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান।
আরে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, ফতেহাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ হোসাইন, জামায়াত নেতা কাজী আবদুস সাত্তার, গোলাম কিবরিয়া, কেফায়াত উল্লাহ,হেলাল উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত সরকারগুলো মানুষের তৈরী আইন দিয়ে সমাজ পরিচালনা করেছে আর জামায়াত আল্লাহর দেয়া আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়। দুর্নীতি মুক্ত একটি মানবিক দেবিদ্বার গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।