মিম্বারে বসেই জামায়াতের চিঠি ছিঁড়ে ফেললেন খতিব

Oplus_131072
রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমী সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁর বিরুদ্ধে জুমার খুতবায় দলবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে একটি সতর্কতামূলক চিঠি পাঠায়। কিন্তু শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের আগে মিম্বারে বসেই তিনি সেই চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
চিঠিতে বলা হয়, মসজিদের মিম্বর একটি নিরপেক্ষ স্থান, যেখানে কুরআন-হাদিসের আলোকে সকল মুসল্লির জন্য হেদায়েতমূলক বয়ান দেওয়া উচিত। অভিযোগে বলা হয়, গত ১০ অক্টোবরের খুতবায় তিনি বিভ্রান্তিমূলক ও রাজনৈতিক পক্ষপাতমূলক বক্তব্য দিয়েছেন, যা সমাজে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করেছে।
তবে খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমী চিঠিটি প্রত্যাখ্যান করে বলেন, “রোজা আর পূজা এক নয়। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি—সংযত হোন, সংশোধন হোন, তাওবা পড়ুন।” এরপর তিনি চিঠিটি ছিঁড়ে ফেলেন এবং উপস্থিত মুসল্লিরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনি দেন।
চিঠিতে আরও বলা হয়, একজন নাগরিক হিসেবে রাজনৈতিক মত প্রকাশ করা তাঁর অধিকার, কিন্তু মসজিদের মিম্বারে রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত। মসজিদ কমিটিকে আহ্বান জানানো হয়, যেন সব মতের মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন এবং পক্ষপাতমূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ডিয়ারাবাড়ী আর্মি ক্যাম্প, উত্তরা; উপ-পুলিশ কমিশনার, উত্তরা বিভাগ (ডিএমপি); অফিসার ইনচার্জ, উত্তরা পশ্চিম থানা; এবং ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে।



















