কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ : ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় সংঘর্ষের ঘটনায় জড়িত ৮ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। রোববার রাতে কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুরে কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হন। এক পক্ষ দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। আহতদের তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর র্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত চালিয়ে অভিযুক্তদের শনাক্ত করে।
গ্রেফতারকৃতরা হলো, তৌহিদুল ইসলাম মাহিম (১৮), মো. ফাহিম (১৭), শাফায়েত ইসলাম (২১), রহমাতুল ফুয়াদ (১৮), সালমান শিকদার (১৭), রাকিবুল হাসান (২১), রাফাতুল ইসলাম রাতুল (২২) ও শাওন রায় (২২)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযানে র্যাব-১১ ইতোমধ্যে ২৩১ জন চাঞ্চল্যকর অপরাধীসহ বিভিন্ন মামলার মোট ৫২৬ জন আসামীকে গ্রেফতার করেছে।




















