তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেবিদ্বারে তারেক মুন্সির লিফলেট বিতরণ
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পৌরসভার ভিংলাবাড়ি ও আলিয়াবাদ এলাকায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে ওই লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মহিউদ্দিন সরকার মাহফুজ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আলীম পাঠান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম ইমরান হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম নিজামী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সফিউল্লাহ আখন্দ মানিক, মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউসার আলম মোল্লা, ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা আরিফ হোসেন, উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ এমরান হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আল-আমিন, পৌর যুবদলের সভাপতি শাহ জামান মুন্সি প্রমুখ।
লিফলেট বিতরণকালে উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মাঝে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।













