কুমিল্লার মনোহরগঞ্জে ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়েছে।”জনশুমারি ও গৃহগণনা-২০২৩ প্রকল্পের ট্যাবসমূহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার” কর্মসূচি বাস্তবায়নে মনোহরগঞ্জে মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের (সরকারি ও এমপিও ভুক্ত) নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ ট্যাব ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আফরোজা কুসুম প্রমুখ।