কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২নং সরসপুর ইউনিয়নের একটি বসত ঘর থেকে গত ৭ মার্চ রাতে অজ্ঞাতনামা চোরেরা একটি ধূসর রং এর গাভী গরু এবং একটি লাল রং এর বকনা বাছুর চুরি করে নিয়ে যায়, যার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা। ঘটনার পর থেকে গরুর মালিক আবদুল মতিন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে গরু না পেয়ে অবশেষে ১৩ মার্চ মনোহরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। মামলা নং- ০২, ধারা- ৩৮০ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী রুজু করা হয়।
এসআই জিকু শীল (নিঃ) এর নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাই গরু বহনকারী পিকআপ গাড়ীটি সনাক্ত করে এবং একটি নীল রং এর পিকআপ জব্দ করে। পিকআপ ড্রাইভার মুক্তার হোসেনকে ধৃত করা হয় এবং তিনি জিজ্ঞাসাবাদে চোরাই চক্রের মূলহোতা ও পিকআপের মালিক মোঃ নাছির উদ্দিন সহ অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করেন। পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই চক্রের সদস্য আব্দুল খালেককে ধরতে সক্ষম হয়, যদিও নাছির উদ্দিন পালিয়ে যান। পরবর্তীতে চোরাই গরুগুলো হুমায়ুন কবিরের দোকান ঘর থেকে উদ্ধার করা হয়। চোরাই চক্রের পলাতক সদস্য সহ অনান্য অজ্ঞাতনামা সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।