1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
দেবীদ্বারে মা মনি হসপিটালে নারীকে পিটিয়ে হত্যা, সিসি টিভি ফুটেজ গায়েব - দৈনিক কুমিল্লার ডাক
বুধবার, ০১ মে ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
অনুমতি ছাড়া জিডিতে সাক্ষী; প্রাধ্যক্ষ ও সহকারী প্রক্টরের পদত্যাগ সাপাহারে তীব্র তাপপ্রবাহ : মুক্ত স্কাউট দলের মানবিক উদ্যোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলা : শিক্ষক সমিতির ছয় সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের কুমিল্লায় নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিল নৃশংস অপরাধ চৌদ্দগ্রামে গাঁজা সহ আটক ১, পিকআপ জব্দ দেবীদ্বারের শিবপুরে ভয়াবহ অগ্নিকান্ড মার্কেট ও বাড়ি পুড়ে ছাঁই কুমিল্লা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে “পানির ঘন্টা” চালু কুমিল্লা বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের দৌরাত্ম্যে জনদুর্ভোগ চরমে একজন সাংবাদিকের সংগ্রাম ও সাহসিকতা গল্প মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্তকরণে রফিক উল্লাহ আফসারীর উদ্যোগ

দেবীদ্বারে মা মনি হসপিটালে নারীকে পিটিয়ে হত্যা, সিসি টিভি ফুটেজ গায়েব

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৩০৩৪ Time View

কুমিল্লা’র দেবীদ্বার উপজেলা সদরে মা মণি হসপিটালে শাহনাজ প্রকাশ মীম নামে এক নারী কর্মচারিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

জানা যায়, হসপিটালের ম্যানেজার বাবুল মিয়ার কাছে মৃত শাহনাজ মামার বাড়ি থেকে পাওয়া ও জমানো সঞ্চয় বাবৎ চার লক্ষ টাকা আমানত রাখেন এবং মালিক তাজুল ইসলাম বিগত দুই বছর যাবৎ বেতন ভাতা বকেয়া পরিশোধ করছেন না। আমানত এবং বকেয়া বেতন নিয়ে মালিক ম্যানেজার ও শাহনাজের বাকবিতন্ডা দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এরই মাঝে গত ১৩ এপ্রিল শুক্রবার রাতে হসপিটালের দ্বিতীয় তলায় শাহনাজকে কেবা কারা পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে হত্যা করেছে।
হসপিটালের মালিক তাজুল ইসলাম জানান, মৃত শাহনাজ মা মনি হসপিটালটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আয়া হিসেবে কর্মরত আছেন। তিনি গত দুই বছর বকেয়া বেতন ও ম্যানেজার কর্তৃক আমানতের ৪ (চার) লক্ষ টাকা পাওনার বিষয়টি অবগত আছি। আমি হসপিটাল ভবনের ৪ তলায় আমার বাসায় ঘুমিয়ে ছিলাম অন্যান্য স্টাফরা আমাকে পরিছন্নকর্মী শাহনাজকে গুরুতর আহতের বিষয়টি জানালে আমি তাৎক্ষণিকভাবে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ডের পর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান মৃত শাহনাজ মীম একজন সহজ সাধারণ মেয়ে ছিল তাকে এমন নির্মম হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। সেখানে হসপিটালের কর্তৃপক্ষের গাফিলতি কিংবা জড়িত কিনা তা খতিয়ে মূল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। এবং সিসি ক্যামেরা হত্যার আগের দিনেও সচল ছিলো, হত্যাকান্ডের পর সিসি ক্যামেরা গুলো খুলে ফেলার কারণটি ও রহস্যজনক।

এবিষয়ে দেবিদ্বার থানা অফিসার ইনর্চাজ জানান, মৃত শাহনাজ প্রকাশ মীমের চাচাতো ভাই মোঃ মহসিন একটি অজ্ঞাত হত্যার অভিযোগ করেছেন। আমরা অভিযোগের ভিত্তিতে হসপিটালের মালিক তাজুল ইসলাম সহ কর্মরত নার্স, আয়া দারোয়ান কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com