সুমির পুরো শরীরে নির্যাতনের চিহ্ন


নির্যাতনের পর শিশু গৃহকর্মীকে টয়লেটে বন্দী, গৃহকর্ত্রী আটক
কুমিল্লায় এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ফারহানা আলম নামে এক গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই গৃহকর্ত্রী মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে শিশুটিকে ব্যাপক মারধর ও নির্যাতন করে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়ার বাসার টয়লেটে আটকে রেখে জেলার লাকসামে চলে যান। পরে শিশুটির চিৎকার শুনে জাতীয় জরুরী নাম্বার ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে লাকসাম এলাকায় অভিযান চালিয়ে ওই গৃহকর্ত্রীকে আটক করে পুলিশ।বুধবার (১৮ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভুঁইয়া। তিনি বলেন, শিশু গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযান চালিয়ে লাকসাম থেকে গৃহকর্ত্রী ফারহানা আলমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এ ঘটনায় শিশু নির্যাতন আইনে ফারহানা আলম ও তার স্বামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র চার বছর বয়স থেকেই শিশু সুমি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও ফারহানা আলম দম্পতির বাসায় কাজ করে। তার কোনো বাবা-মা নেই এবং সে তার বাবার নামও বলতে পারে না।
১৭ অক্টোবর বিকাল ৫টার দিকে প্রতিবেশিরা ওই বাসার ভেতর থেকে শিশুর চিৎকার শুনতে পায়। তখন একজন কৌশলে পার্শ্ববর্তী বাসার দ্বিতীয় ভেন্টিলেটর দিয়ে ওই বাসার শিশু গৃহকর্মীর সাথে কথা বলে জানতে পারে গৃহকর্ত্রী তাকে মারধর করে সকাল থেকে টয়লেটে আটকে রেখেছে। তারপর তারা ওই বাসায় গিয়ে দেখেন বাইরে থেকে ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ। এরপর ৯৯৯-এ ফোন করে ঘটনা জানালে পুলিশ উপস্থিত হয়ে গৃহকর্ত্রী ফারহানাকে ফোন করলে তিনি জানান, ‘আমি লাকসামে আছি। ’ পাল্টা প্রশ্নে তাকে ‘বাচ্চাটি কোথায়’ জানতে চাইলে তিনি বলেন, ‘সুমি আমার সাথেই আছে।’ এরপর তাকে ভিডিও কলের মাধ্যমে সুমিকে দেখানোর কথা বললে সে টালবাহানা শুরু করে। এরপর তাকে বাড়ি আসার কথা বললে তারা চারঘন্টা পর লোকমারফত বাসার চাবি পাঠায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে দরজা খুলে বেডরুমের পাশের টয়লেট থেকে সুমিকে উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের পর সুমির সারা শরীরে দেখা যায় নির্যাতনের চিহ্ন। শরীরের বাম চোখ, মাথাসহ বিভিন্নস্থানে থেতলানো ও রক্তাক্ত জখম। সুমি জানায়, নানা অজুহাতে প্রায় তাকে মারধর করা হয়। ঘটনার দিনও তাকে শক্ত কাঠ দিয়ে এলোপাথারি মারধর করে গৃহকর্ত্রী ফারহানা টয়লেটে আটকে রেখে চলে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে সুমি।