1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চশমার সালিশ। - দৈনিক কুমিল্লার ডাক
বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
Title :
মনোহরগঞ্জে কিস্তি দেয়ার নামে কোটি টাকা নিয়ে লাপাত্তা চৌদ্দগ্রামে প্রসাধনী ব্র্যান্ড হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি দেবীদ্বার উপজেলা মডেল ফারিয়ার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন দেবীদ্বারে “সর্বজনীন পেনশন স্কিম” বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত কুমিল্লায় মাদক পাচার রোধে ডিএনসিট সেমিনার অনুষ্ঠিত পাসপোর্ট অফিসের তথ্য ফাঁস : প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন হঠাৎ স্থগিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাস্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার সিআইডির ক্রাইম ম্যানেজমেন্ট সফটওয়ার আপগ্রেডের লক্ষ্যে মহাসভা

চশমার সালিশ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১০৯ Time View

চশমার সালিশ
১/চারপায়ীতে বসে মুড়িমাখা খাচ্ছিলাম বর্ষায় যখন ঝুম বৃষ্টি হয় অথবা ভাদ্রের বজ্রবৃষ্টিতে এটা আমার খুব প্রিয়। বৃষ্টি নেই তবে অন্ধকার জমেছে মনে হচ্ছে শীতের আগমনে নিজের শেষ অবস্থা জানান দিলো। হঠাৎই রাস্তার পাশে কতিপয় যুবক ধর ধর চেচামেচি, চিৎকার না জানি কি কান্ড বাপু আমি নিমাই ভদ্র ঝুটঝামেলায় আমি সাথ পাচেও থাকিনা।  তবে উঁকি দেয়ার স্বভাব ঢের।  রাস্তার ওদিক থেকে স্বপুদার গলার আওয়াজ ভেসে আসছে ওনি সহ কয়েকজন যুবক কলার চেপে কৈশোরে পা রাখা যুবক কে জিজ্ঞাস করছে কেনো এলি চাদে।  ও বলে রাখি ওনি স্বপুদা যার আসল নাম স্বপন সরকার অনেকেই স্বপুদা বলেই ডাকে ।  একটু বেড়িয়ে দেখলাম ওমা অনেক লোক জড়ো হয়েছে আর ওই কিশোরটাকে টেনে বিচার হবে বিয়ে হবে এমন বাক্য বলতে বলতে সুবাস ঠাকুরদার টংদোকানের সামনে নেয়া হচ্ছে। এদিকে দেখছি আসে পাশে পিশি-মাসি আর মা ঠাকুরানী সবাই উৎসুক আবার কেউ কেউ বিড়বিড় করে বলছে আরে মান সম্মান আর রাখল না।  বয়সটাই বা কি। ওমা এবয়সেই এসব।  না জানি কত কি।  অনুসন্ধানী মন এগিয়ে গিয়ে সবার দিকে তাকাই সবাই কি যেন বলাবলি করছে আর রাস্তার পাশে একটা ছাদের দিকে দেখিয়ে কথা বলছে।  মা মাসিরা এমন কেনো যে করছে কিন্তু কাকে যে শুধাই!  যাক শিমলা পিসি কে পেলাম বলি ও শিমলা পিসি কি হয়েছে একটু বলবে? পিসি কিছু না বলে ঠাকুরদার দোকানে যা সেখানে জানবি আর কি হয়েছে আমাকে একটু জানাস। কি দিন এলো মান আর রইলো না এমন বিড়বিড় করে স্বপুদার মা যেমন কানাকানি করছে মনে হয় বড় কিছু ঘটেছে। নাহ!  যাই দেখি কি হলো একটু মোড় ঘুরেই সুবাস ঠাকুরদার দোকনের সামনে গিয়ে দেখি হতভম্ব বালক কে  আকড়েঁ পাড়ার ছেলেরা বিয়ে হবে, মান রাখে নাই, বিচার হবে, করতে হবে, দুইটারে বিচার করতে এমন বলাবলিতে করছে আবার কেউ তেড়ে যাচ্ছে মারবে বলে। বেচারা বালক কি বা দোষ তার বয়সটাই বা কি?  দোষটাই যে কি ছিলো তাই জানতে পারি না। কিছুক্ষণ পর গ্রামের মাতব্বর আর পঞ্চায়েত আসছে।    সবাই এলো স্বপুদা সবার সামনে দাড়িয়ে বলছে কি দোষ যুবকের। বলা শেষে সবাই বলছে বিয়ে করিয়ে দাও।
আপাদমস্তক সব শুনে আমি আর বাপু এসব বেজালে নেই বলে ঘরে এসে চারপায়ীর উপর আবার বসলাম। মন টানছে কল্পনায় ওই বালকের কৃতকর্ম আপনাজনে সাজাই।  যেই মন সেই কাজ
২/আমি নিমেষ সাহা একটা মাধ্যমিক বিদ্যালয়ের দশতম শ্রেণীতে পড়ি আসা যাওয়ার পথে প্রতিদিন শ্যামলা বর্ণের এক স্কুল পড়ুয়ার দিকে নজর যায় এগিয়ে গিয়ে জানলাম কোথায় পড়ে  অকপটে ওই রমনী যা জানতে চাইলাম সবই বলল। মেয়েটা পাশের গ্রামের  জামিরপুরের ধনাঢ্য ব্যবসায়ী অর্জুন বিশ্বাশের মেয়ে । বাবা গঞ্জের বড় ব্যবসায়ী। আজ আর না বাড়িতে যাই কিন্তু চশমা পড়া ললনার মায়াবতী চেহারা বার বার মনে পড়ছে। পরবেই না কেনো আমিও তো শৈশবের সরিষাকাল পার করছি।চোখে যেনো সোনালী ভবিষ্যৎ, এক বর্ষ পরের উদ্দিপ্তমান তরুণ হব।  এসব চিন্তা মাথায় নিয়ে প্রতিদিন মাধ্যমিকের গন্ডি পারের দ্বারপ্রান্তে ততক্ষণে পড়ালেখা, আড্ডা ঘুরাঘরির পাশাপাশি সেই মায়াবতীর প্রেমে কাপুকাত। হবই না বা কেনো চশমায় ওর মুখ যেনো অন্যরকম মায়া কাজ করে। আমি নহে আমার বয়সের অনেকেই নিজের আঠারোতে তাকে চাইবে। দেহের প্রেমে তো অনেকেই চায় আমি যেনো মায়াটাই বেশি দেখি তবুও পুরুষের দেহের চাহিদা তো প্রকৃতির দান। ওহ হো এতো কিছু বলে ফেলছি অথছ নামটাই তো বলা হলো না।  যেকয়দিন দেখা হয়েছে নিজ থেকেই জানতে চেয়েছি ওর বিষয়ে। অকপটে সব বলেছেও বন্ধুরা বলে সবুজ আলোর ইশারা। আমারো তাই মনে হয়।
ওর নাম ইশা পুরো নাম ইশা রানী সরকার শ্যমবর্ণ আর লম্বা কেশ যেনো চশমাতে আরো লাগে বেশ। ক্ষণে ক্ষণে তার প্রতি আগ্রহ বাড়তে থাকে। একদিন সহপাঠি মিঠু, জোটন, আর কিশোরকে নিয়ে ওকে প্রেম পত্র লিখে দিব কিন্তু জোটন তাতে রাজি নয় সে সরাসরি বলতেই সাহস দিলো। সাত পাঁচ না ভেবে আমিও আমতা আমতা করে প্রস্তাব দিলাম। পূর্বে আরো কজনকে প্রস্তাব দিলেও কিছুদিন পর নিজেকে সরিয়ে নিয়েছি।  তবে এবার না ইশানীর প্রতি আমার একটু বেশি ঝোক।
শেরশাহের গ্রান্ডট্রান্ক রোডের পাশেই ওদের গ্রাম। ট্রান্ক রোড থেকে নেমেই একটু বেঁকে রাস্তার পাশেই ওদের বাড়ি। রাস্তার পাশে দোকান থাকলেও এই রোডটি বেশ নিরব মোড়ের একটি মাঝবয়সি জামগাছ এই খানেই ওকে ভালোবাসি বলে চিরকুটে মুঠোফোনের নাম্বারটি দিলাম ও কিছু একটা ভেবে নিয়েছিলো। এবার অপেক্ষার পালা, প্রতিমিনিট যেনো বছরখানেক, রাত দশটা বেজে তিন হঠাৎ অচেনা নাম্বার থেকে কল বেজে উঠার সাথে বুকে কম্পন। আগে কয়েকজনের সাথে কথা বলেছি তবে এবার ভিন্ন কেনো বুঝে উঠতে পারছি না।  উপাশ থেকে কিছুক্ষণ নিরব থেকে বলছে আমি ইশা, ভালো আছেন। এভাবেই দুয়েকদিন কথা হয় আর ওর স্কুলে যাওয়া আসায় দেখা। এবার কাকু জাকারবার্গের দেয়া ফেইজবুকে এড হলাম। বেচারা ক্যালিফোর্নীয়ায় বসে নিয়ন্ত্রন করছে আর আমরা প্রাচীন সমতটের বর্তমান বাংলায় ব্যবহার করছি। আদান প্রদান হচ্ছে দুইজনের আবেগ, ভালোবাসা, আর নিয়মিত ভাব। পি বি শেলীর রোমান্টিকতায় আটকে না থেকে মুনালিসায় মুগ্ধতা ছাড়িয়ে দুজনের যেনো তসলিমা নাসরিনের নিষিদ্ধ গল্প নিয়েই প্রতিদিন গল্প শুরু করি আর শেষ হয় শৈল্পিক সব নিষিদ্ধ প্রিয়তমাকে পর্ণ তারকা বানিয়ে। হোক না তাতে কি বয়স তো এবার আঠারো হলো আশির দশক কিংবা নব্বইর  দশক তো আর এখন নয় এখন ডিজিটাল ফেরিয়ে স্মার্টদের প্রেম চলে। যখন ইচ্ছা এপ্রাচ্য থেকে পশ্চাত্য সব আদান প্রদান করা যায়।  বিংশ শতাব্দীর প্রেমে দুজনে একে অপরের অনেক কাছে। রোজ বায়না করে ক্যাপেতে নিতে আজও বলছে শুভ (ছদ্দনাম) চলো না ঘুরতে যাই। আজ স্কুলে যাবোই না তুমি আর আমি আজ একটু সময় কাটাবে।
ঠিক আছে চলো।
যেই বলা সেই কাজ তবে ফন্দি আজ এটেছি বেশ। দেখি পারি কি না মোবাইলে স্ক্রীনে যাকে দেখি শৈল্পিক কারুকাজে, আজ তাকে দেখব বাস্তবে।পরের দিন সকালে গেলাম পরিচিত একটি ক্যাপেতে। নিবর থাকে সবসময় দুজনে ঠান্ডাপানীয়র সাথে চুইঝালের মাটন খেলাম, পাশা পাশি জড়িয়ে মনের ভাব প্রকাশ করতে চাইলাম কিন্তু মুহুর্তেই সব শেষ দেখে ফেলল ইশার পাশের বাড়ির কোনো এক ছেলে। এই যা এবার কি হবে।  কোনো রকম পরিস্থিতি সামলে নিয়ে ক্যাপে থেকে বেড়িয়ে গেলাম পরে নাকি ইশার পরিবার জানতে পেরেছে। নাহ! কাজটা কি প্লান করলাম আর কি হলো। মেয়েটাই না কত বকাঝকা শুনতে হচ্ছে। পাঁচকান কতই না হয়েছে।
সপ্তাহখানেক ওর সাথে আর কথা নাই সব দিকে যোগাযোগের অবস্থা বন্ধ। এক পক্ষকাল অপেক্ষার পর রাস্তার পাশে দাড়ালাম আর পেয়েও গেলাম। বিদ্যালয়ে যায়নি এ কয়দিন। যাবেই বা কি করে যা দখল গেছে। কিভাবে সামলে নিয়েছে সে জানে।
ইশা মোবাইল বন্ধ কেনো?
প্রতিউত্তরে সে জানালো চলে যাও রাতে কল দিব।
একটু শান্তি পেলাম যাক সম্পর্কটাতো রয়ে গেলো। সেদিন থেকে বেশ কয়েকদিন আগের মতই কথা হত। রাত গভীর হলে আমরাও নীল জগতের বিবস্ত্র প্রাণী হতাম।
এইতো সেদিন ঝুম বৃষ্টি হচ্ছে আর মনের মাঝে রোমান্টিকতায় ভর করছে।  ইশাকে কল দিলাম
কইগো বড্ড দেখা করতে ইচ্ছে করছে । আল্লাদে আটখানা হয়ে জোর না করতেই বলল রাস্তার পাশের যে ছাদের দালানটা আছে সেখানে এসো তবে এখন আসতে পারো।  চারিদিকে গাছ আর ঘরটি অসম্পূর্ণ। সেদিকে তেমন কারো চোখ যায়না।  সাতপাঁচ না ভেবেই চলে গেলাম এদিক ওদিক তাকাচ্ছি যদি কেউ দেখে তবে আস্ত রাখবেনা। তবুও যে যেতে হবে। তাকে জড়িয়ে নিজের রোমান্টিকতা আর প্রকৃতির শিল্প সাজ একাকার করব। না জানি চশমার উপর বৃষ্টির ফোঁটায় কতইনা মায়া গড়ে তুলে। এটা মনের আবেগ হলেও প্রকৃতির পরিবেশটা আঠারোর পরের ছেলে মেয়েরা খুব অসহায়ত্ব অনুভব, করে আজ যে সেই অসহায়ত্ব দূর করতেই ঝুঁকি নিয়ে এখানে আসা।  চারিদিকে তাকাচ্ছি কেউ নেই নীরব হয়ে আছে এই ফাঁকে চলে গেলাম প্রেয়সীর কথা মতই ছাদে।  শেওলা জমেছে আম, পেয়ারা সহ নানান গাছ চারিদিকে। ছাদটাও যেনো অন্ধকার। এখানে কেউ থাকলে পাশ থেকে দেখাই যাবে না। মিনিট পনেরো পর সেও আসল। চারিদিকে ইশা এমন করে তাকাচ্ছে যেনো চুরির মাল নিয়ে পালাচ্ছি। চশমা সাথে নীলা সবুজ থ্রিপিছ, কালো ফ্রেমের বৃষ্টির ফোঁটায় চশমা আর ওকে অন্যরকম পরিবেশ।  কাছে আসতেই দুই হাতে আলতো চাপে বুকে জড়িয়ে জোড়া ঠোঁট গুলো স্পর্শে যাচ্ছে তখনি চশমাটা নিচে পরে যায় খানিকের জন্য দূরত্ব তৈরী হলেও ইশার কাকা উপরে এসে দুজনকে দেখে। ইশা দৌড়ে চলে গেলেও শেষ রক্ষা হয়নি আমার।  পাড়ার ছেলেরা মিলে হাঁড় গুড় সব এক করে।  নাকে মুখে আঘাতের কারনে ৩মাস চলতে কষ্ট হয়েছে। পরে গ্রাম পঞ্চায়েত ভেবেছিলো বিয়ে দিবে কিন্তু এটা করলে ওরাই আইন অমান্য করত কারন ইশার বয়স আঠারো হয়নি। এ ঝামেলা তাদের ঢের জানা।  আমার পরিবারকে ঢেকে মাপ চেয়ে বিদায় নিয়েছি কিন্তু এ মারের কথা আজন্ম মনে থাকবে।  দোষটাইবা কি ছিলো আমার।
৩/দিব্যকল্পনা ছাড়িয়া এবার বুঝতে আর বাকি রইলোনা যে ঘটনাটা এমনো হতে পারে তবে নেহাত কম নয়।  ছেলেটার প্রতি মায়া হয়। বেচারার বা কি দোষ ছিলো যা মার খেলো। বয়সটাইতো এমন। এসব করেই তো এখন সময় পার করবে ওরা।  আমি বাপু ছেলেটার দোষ দেই না। যা হয়েছে সব ওই চশমাটার জন্যই।  কি এমন ফেলো যে মায়াবতীর বৃষ্টিবেজা চশমাচোখে দেখবে। চশমার বিচার হওয়া উচিত। পঞ্চায়েত কে ঢেকে এই চশমা নিষিদ্ধ করা হোক। না হয় আরো কতো নিমাই এভাবে মার খাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com